ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ক্রিকেট এবং সন্ত্রাস’ একসঙ্গে চলতে পারেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
‘ক্রিকেট এবং সন্ত্রাস’ একসঙ্গে চলতে পারেনা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর আবারো পাকিস্তান-ভারতের মধ্যকার ক্রিকেট সিরিজ নিয়ে মুখ খুলেছেন। তার মতে, ‘ক্রিকেট এবং সন্ত্রাস’ একসঙ্গে চলতে পারেনা।

অনুরাগ ঠাকুর সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে শান্তি ফিরে না এলে কখনোই ভারতের বিপক্ষে সিরিজ হবে না।

তিনি বলেন, পাকিস্তান-ভারত সীমান্তে শান্তি প্রয়োজন। ক্রিকেট আর সন্ত্রাস কখনও একসঙ্গে চলতে পারে না। সীমান্তে শান্তি ফিরে না আসলে এ দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ হবে না। ক্রমাগত গুলি আর বোমাবর্ষণের মধ্যে দুই দেশের মানুষ কি কখনও ক্রিকেট উপভোগ করতে পারবেন?

বোর্ড সচিব অনুরাগ ঠাকুর আরও যোগ করেন, এ অবস্থা চলতে থাকলে কখনই ক্রিকেট হতে পারে না। পাকিস্তানে শান্তি ফিরে আসলে আমি নিজে সেখানে ব্যাট-বল নিয়ে চলে যাব।

দুই দেশের মধ্যে ২০২২ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা রয়েছে। ভারত অ্যাওয়ে সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজীও হয়। সে সিরিজটি ভারত কিংবা পাকিস্তানে না হয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, দুই দেশের সীমান্তে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত চাইছে, কোনো রকম ঝুঁকি না নিতে।

উল্লেখ্য, ভারত আর পাকিস্তান সর্বশেষ ২০০৭ সালে টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল। এছাড়া ওয়ানডেতে এশিয়া কাপের আসরে এবং ২০১৫’র বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দল দু’টি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।