ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ধারাবাহিকতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ: রিয়াদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
ধারাবাহিকতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ: রিয়াদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২২ আগস্ট থেকে বাংলাদেশের ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও ছুটি কাটিয়ে দেশে ফেরা টাইগারদের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আগেভাগেই নিজে থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন। অনুশীলনের এক ফাকে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তিনি কথা বলেন।



সম্প্রতি সিঙ্গাপুর থেকে পরিবার নিয়ে ছুটি কাটিয়ে এসেছেন মাহামুদুল্লাহ। দীর্ঘদিনের বিরতি থাকায় নিজেকে ঝালিয়ে নিতে সোমবার (১৭ আগস্ট) মিরপুর ইনডোর স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। সেখানে নেটে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন টাইগারদের মিডলঅর্ডারের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান। এ সময় বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও নেটে অনুশীলন করেন।

মাহামুদুল্লাহ জানান, ক্রিকেটারদের জন্য ধারাবাহিকতা ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ। আমাদের সবারই দায়িত্ব বেড়ে গেছে। সকলের বড় দায়িত্ব হলো নিজেদের ধারাবাহিকতা ধরে রাখা।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর দীর্ঘ সময় ক্রিকেটের মধ্যেই ছিল বাংলাদেশ। পাকিস্তান সিরিজ, ভারত সিরিজ আর দ. আফ্রিকা সিরিজের পর টাইগার ক্রিকেটারদের ছুটি মেলে। আর ছুটি কাটাতে দেশের বাইরে থেকে ঘুরে এসেছেন মাহামুদুল্লাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ছুটিটি বেশ উপভোগ করেছি। দুই সপ্তাহ বেশ ভালো কেটেছে।

এ সময় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কথা বলেন রিয়াদ। চলতি অ্যাশেজে এক ম্যাচ হাতে রেখেই অজিদের সিরিজ থেকে ছিটকে দিয়েছে ইংল্যান্ড। শুধু ছিটকেই দেয়নি, একরকম চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। তবে, রিয়াদ জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, অস্ট্রেলিয়া এমন একটি দল যাদের কামব্যাক করতে এতটুকুও সময় লাগবে না। তবে, আমরা আত্মবিশ্বাসী অজিদের বিপক্ষে ভালো করব। বিগত সিরিজ গুলো থেকেই আমরা আত্মবিশ্বাস অর্জন করেছি।

দুটি টেস্ট খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে অজি ক্রিকেট দল। ০৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে। আর ১৭-২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি খেলে দেশে ফিরবে সফরকারীরা।

অস্ট্রেলিয়া বাংলাদেশে আসার আগেই বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া প্রস্তুতি ম্যাচের জন্য ভেবে রেখেছে বিসিবি। এমন কিছু হলে সেটি ক্রিকেটারদের জন্য অনেক ভালো হবে বলে মনে করেন মাহামুদুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।