ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পিসিবি’র নজরদারিতে আমির!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
পিসিবি’র নজরদারিতে আমির! ছবি: সংগৃহীত

ঢাকা: সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। কয়েক মাস আগেই আইসিসি’র অনুমতি সাপেক্ষে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিরে পুরনো ঝলক দেখান ২৩ বছর বয়সী এ পেসার।

তাই অচিরেই হয়তো পাক পেস আক্রমণে আমিরের প্রত্যাবর্তন ঘটবে।

পেস বোলিংয়ে পাকিস্তানের বর্তমান অবস্থা খুব একটা ভালো বলা যাবেনা। গত এপ্রিলে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে ওয়াহাব রিয়াজরা। এমতাবস্থায় জাতীয় দলে আমিরের ফেরাটা এক প্রকার অবধারিত হয়ে উঠছে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অতটা তাড়া নেই। আসন্ন ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে আমিরের পারফরম্যান্স পর্যবেক্ষণ করবে পিসিবি’র সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। রাওয়ালপিন্ডি রামসের হয়ে খেলবেন এ বাঁহাতি বোলার। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সেপ্টেম্বরের ৮ তারিখে এ আসরের পর্দা উঠবে। শেষ হবে ১৫ তারিখ।

পিসিবি’র এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষ ইংরেজী দৈনিক ডন উল্লেখ করে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর খুব দ্রুতই জাতীয় দলে ফিরবেন আমির। ইতোমধ্যেই পাকিস্তান দল ভালো মানের পেসারের অভাবে ভুগছে। আমিরের প্রত্যাবর্তনে বোলিং ডিপার্টমেন্ট আরো শক্তিশালী হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।