ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

গাইডলাইনের কারণেই জুনিয়র টাইগারদের সাফল্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
গাইডলাইনের কারণেই জুনিয়র টাইগারদের সাফল্য ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘরের মাঠের পর বিদেশের মাটিতেও সাফল্য পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে সিরিজ হারানোর (৬-১) পর  ফিরতি সিরিজেও তাদের হারিয়েছে মিরাজ-শান্তরা।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে স্বাগতিকদের বিপক্ষে  ৫-২ এ সিরিজ জেতে জুনিয়র টাইগাররা।

এমন সাফল্যের রহস্য জানালেন যুব টাইগারদের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সংবর্ধনা দেয় কক্সবাজারের ক্লাব মিশুক ওয়ারিয়র্স।

যুবাদের প্রতিনিধি হয়ে সংবর্ধনা অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে কোচিং স্টাফরা যেভাবে গাইডলাইন দিয়েছেন সেভাবে আমরা মেনে চলেছি। তাই সফল হয়েছি। দলের ক্রিকেটার থেকে শুরু করে সবার অবদান রয়েছে এ সাফল্যের পেছনে। এমন সাফল্য আগামী দিনগুলোতে আমাদের আরো বেশি অনুপ্রানিত করবে। ’

এ সময় ঘরের মাঠে আসন্ন যুব বিশ্বকাপে ভালো করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করে মিরাজ বলেন, ‘বিশ্বকাপেও আমরা ভালো করতে চাই। সবার সহযোগিতা পেলে অবশ্যই আমরা বিশ্বকাপের মঞ্চেও ভালো করবো। কক্সবাজারে আমাদের অনেকগুলো ম্যাচ রয়েছে। আশা করি কক্সবাজারের মানুষের সহযোগিতা আমরা পাব। আমাদের দলকে সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। ’

সংবর্ধনা অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি’র সহ-সভাপতি মাহবুব আনাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মিশুক ওয়ারিয়র্স ক্লাবের সভাপতি জসীমউদ্দিন।

বোর্ড পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান হানিফ ভূইয়া।

অনুষ্ঠানের শেষ অংশে সকল ক্রিকেটার, বোর্ড পরিচালকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মিশুক ওয়ারিয়র্স ক্লাবের সভাপতি জসীমউদ্দিন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।