ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশি এজেন্সির সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের চুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বাংলাদেশি এজেন্সির সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশি স্পোর্টস মার্কেটিং এজেন্সি, টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম) এর সঙ্গে আট বছরের চুক্তি সারলো জিম্বাবুয়ে ক্রিকেট(জেডসি)। দেশটির ক্রিকেটের মার্কেটিং ও টিভি স্বত্ব নিয়ে কাভারেজের কাজ করবে টিএসএম।



দুই পক্ষ্যই এই চুক্তিটি এখন থেকে ‘জিরো-কস্ট ডিল’এ করার ব্যপারে সিন্ধান্ত নিয়েছে। আর এরই ফলে জেডসি’র সঙ্গে ভারতীয় কোম্পানী টেন স্পোর্টসের সম্পর্ক শেষ হলো। টেন স্পোর্টস জেডসি’র আগের টিভি স্বত্বের কাজ করতো। তাদের সহযোগী প্রতিষ্ঠান ছিল এসেল গ্রুপ।

জুলাইয়ে ভারতের জিম্বাবুয়ে সফরে বিসিসিআই ও টেন স্পোর্টেস মধ্যে মতানৈক্যের কারণে নানা সমস্যার সৃষ্টি হয়। পরে সিরিজটি অনিশ্চিয়তার মধ্যে পড়ে। কিন্তু পরে দু’বোর্ডের মধ্যে ব্যাপক আলোচনার ম‍াধ্যমে সিরিজটি সম্পন্ন হয়েছিল।

টিএসএমের সঙ্গে চুক্তি প্রসঙ্গে জেডসি’র অন্তবর্তীকালীন চেয়ারম্যান উইলসন মানাসে বলেন, ‘জিম্বাবুয়ে ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই অনন্ত ৫০ দিনের নিশ্চয়তা পেল। যা ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত চলবে। আর আমরা এ ব্যাপারে টিএসএমের ওপর ভরসা রাখছি। ’

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।