ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহ বনাম মার্কিন রাষ্ট্রদূত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
মাহমুদউল্লাহ বনাম মার্কিন রাষ্ট্রদূত ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট শুক্রবার (২৮ আগস্ট) মুখোমুখি হয়েছিলেন ক্রিকেট মাঠে। তবে আনুষ্ঠানিক কোনো ম্যাচ নয়।

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের উৎসাহ যোগাতে মিরপুরের একাডেমি মাঠে ব্যাট-বল হাতে নিয়েছিলেন তারা দু’জন।

আমেরিকান দূতাবাস ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের প্রদর্শনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্নিকাট। আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে ব্যাট হাতে ক্রিজে নেমে পড়েন বার্নিকাট। মাহমুদউল্লাহ পাক্কা এক ওভার বোলিং করেন বার্নিকাটকে। এরপর বার্নিকাটের করা ‍বল প্রথম দিকে মাহমুদউল্লাহ ডিফেন্স করলেও চতুর্থ বলটি বাউন্ডারি মেরে খেলায় ইস্তফা টানেন। এ সময় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার ও আগত দর্শকরা করতালি দিয়ে অভিন্দন জানান দু’জনকে।

এরপর শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।