ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

২৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
২৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: জাতীয় দল ও দলের বাইরে থাকা শীর্ষ ২৭ ক্রিকেটারকে নিয়ে আগামী ২২ আগস্ট মিরপুরে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২২ আগস্ট সকাল পৌঁনে দশটায় জাতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়নের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ক্রিকেটারদের। ২৭ সদস্যের কন্ডিশনিং ক্যাম্পে জাতীয় দলের বিভিন্ন ফরম্যাটের ক্রিকেটারদের সঙ্গে আল আমিন হোসেন, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, শুভাগত হোম, রনি তালুকদার, আবুল হাসানের মতো ক্রিকেটাররাও রয়েছেন।  

মূলত অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হতেই শুরু হচ্ছে ক্যাম্প। আগামী ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে অজিরা।

কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক বিজয়, রনি তালুকদার, মো: মিথুন, লিটন কুমার দাস,  সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা,  তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু,  মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও আল আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।