ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিটনেসে উন্নতি করতে গাজীকে নান্নুর পরামর্শ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
ফিটনেসে উন্নতি করতে গাজীকে নান্নুর পরামর্শ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তোলেন আম্পায়াররা। অক্টোবরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন এই ডানহাতি অফ-স্পিনার।

এ বছরের ফেব্রয়ারিতে ভারতের চেন্নাইতে একটি পরিক্ষাগারে বোলিং পরিক্ষা দিয়ে আবার বৈধতা ফিরে পান গাজী। তবে সহসাই জাতীয় দলে ফেরা হয়নি তার।

এক সময়ের অপরিহার্য এই স্পিনারকে ছাড়াই বিশ্বকাপ, ঘরের মাঠে পাকিস্তান ও ভারত সিরিজে অংশ নেয় বাংলাদেশ।
 
দু:সময় কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফেরেন গাজী। এক ম্যাচ খেলা গাজী আহামরি কিছু করতে না পারায় আবারও আলোচনার বাইরে চলে যান। কেন দলে ফিরতে পারছেন না গাজী, এ প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহাজ গাজী প্রসঙ্গে নান্নু বলেন, ‘গাজীকে টি-২০ ম্যাচে দেখেছিলাম। ওর ফিটনেসের একটু ঘাটতি আছে। ফিটনেসের উন্নতি করে ঘরোয়া ক্রিকেটে ভাল খেললে তাকে অবশ্যই দলে সুযোগ দেওয়া হবে। ’
 
আগামী নভেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-২০ লিগ নিয়ে ‍নান্নু বলেন, ‘ঘরোয়া ক্রিকেট শুরু হলেই খেলোয়াড়রা আবার খেলায় ফিরে আসবে। আর টি-২০ বিশ্বকাপ মাথায় রেখেই মূলত বিপিএলটা নভেম্বরে শুরু হচ্ছে। আমার মনে হয় খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার যথেষ্ট সুযোগ পাবেন। ’
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।