ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীন নয় শোয়েবের দুঃস্বপ্ন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
শচীন নয় শোয়েবের দুঃস্বপ্ন দ্রাবিড় ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিকেট বিশ্বের ব্যাটিংয়ে সবচেয়ে আলো ছড়ানো ব্যাটসম্যানের নাম শচীন টেন্ডুলকার। তার সময়ে তিনি সেরা সব বোলারদের কাঁদিয়ে ছেড়েছেন।

তবে পাকিস্তানের সাবেক ‘স্পিডস্টার’ শোয়েব আখতার জানিয়েছেন, শচীন নয়, ভারতীয় আরেক গ্রেট ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ই ছিলেন তার ‘দুঃস্বপ্ন’।

এক সাক্ষাতকারে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর সঙ্গে দ্রাবিড়ের তুলনা করে শোয়েব বলেন, ‘দ্রাবিড় কখনো ক্লান্ত হতেন না। ’

পিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েবের ১৯৯৭ সালে পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক ঘটে। তবে দু’বছর পরই মূলত তিনি খবরের শিরোনামে আসেন। সেবার (১৯৯৯) কলকাতায় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্রাবিড় ও শচীনকে পর পর দু’বলে তিনি বোল্ড করেন।

শোয়েব বলেন, ‘কোন সন্দেহ নেই শচীন সবার থেকে সেরা ব্যাটসম্যান। তবে আমার ক্যারিয়ারে দুঃস্বপ্ন ছিল দ্রাবিড়। তিনি পিচে আমাকে বিরক্ত করতেন। তিনি প্রথম কোনো ব্যাটসম্যান ছিলেন যিনি আমাকে আতঙ্কিত করে তুলতেন। দ্রাবিড় পিচে আসলে আমাকে অন্তত দুই সেশন অতিরিক্ত মাঠে থাকতে হতো। ’

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।