ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরা দশে সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
সেরা দশে সৌম্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিশ্বকাপসহ চলতি বছরে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সৌম্য সরকার। ধারাবাহিকভাবে রান করে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

নামের পাশে যোগ হয়েছে চারটি অর্ধশতক, একটি শতক। সবগুলো ম্যাচের রানের যোগফল ৬৭২। আর তাতেই ২০১৫ সালের সেরা রান সংগ্রাহকের তালিকায় দশম স্থানে চলে এসেছেন সাতক্ষীরার এই তরুণ।

এই তালিকার বাকীরা হলেন, কেন উইলিয়ামসন (১২৭১), মার্টিন গাপটিল (১১৭৪), রস টেইলর(১০৪১), তিলকারত্নে দিলশান (১০০৩), হাশিম আমলা (৯২১), কুমার সাঙ্গাকারা (৮৬২), গ্র্যান্ট এলিয়ট (৮৩০), এবি ডি ভিলিয়ার্স(৭৪০), ব্রেন্ডন ম্যাককালাম(৭০৯)।

এদের মধ্যে ডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারা ছাড়া প্রথম দশ জনের বাকী সবাই সৌম্যর থেকে বেশি ম্যাচ খেলেছেন। তালিকার ২০ জনের মধ্যে রয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ১৭তম স্থানে থাকা মুশফিকের রান ৬১১ আর ১৮ নম্বরে থাকা তামিমের রান ৬১০।

জাতীয় দলে জায়গা পাবার আগেই সৌম্য সরকারের মাঝে উজ্জ্বল ভবিষ্যত দেখেছিলেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রিমিয়ার লিগে এ বাঁহাতির খেলা দেখে মুগ্ধ হন হাথুরু। গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষিক্ত হন সৌম্য সরকার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিকভাবে জাতীয় দলের হয়ে অসামান্য অবদান রাখছেন এই স্টাইলিশ ওপেনার। আইসিসি ওয়ানডে ৠাঙ্কিংয়ে বর্তমানে ১৫ নম্বরে রয়েছেন সৌম্য।

২০১৫ সালের সেরা ব্যাটসম্যান হওয়ার প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। কারণ, এ বছরের ডিসেম্বর অবধি বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচ নেই।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।