ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আদালতের শরণাপন্ন হয়েছে সিএসকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আদালতের শরণাপন্ন হয়েছে সিএসকে ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম ও দশম আসর থেকে সাসপেন্ড করা হয়েছে বিতর্কিত শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংসকে (সিএসকে)। লোধা কমিশনের রায়ের বিরুদ্ধে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছে চেন্নাই সুপার কিংস।



নির্বাসনের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছে সিএসকে ফ্র্যাঞ্চাইজি।

এর আগে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজিকে দু’বছরের জন্য নির্বাসিত করে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিশন। ফ্র্যাঞ্চাইজি নির্বাসনের পাশাপাশি শ্রীনির জামাই মায়াপ্পনকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করে কমিশন।

লোধা কমিশনের রিপোর্টে আরও জানানো হয়, রাজস্থান রয়েলসের আংশিক মালিক রাজ কুন্দ্রকেও একই কারণে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়।

ফলে, চেন্নাই বা রাজস্থান ফ্র্যাঞ্চাইজির উপর থেকে খুব শিগগিরই নিষেধাজ্ঞা উঠছে না। রাজস্থান কোনো পদক্ষেপ না নিলেও সিএসকে আদালতের শরণাপন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।