ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগে ব্যস্ত থাকবে ক্ষুদে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বিশ্বকাপের আগে ব্যস্ত থাকবে ক্ষুদে টাইগাররা ফাইল ফটো

ঢাকা: ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। জুনিয়র টাইগারদের চোখ এবার শিরোপায়।

জুনিয়রদের বিশ্বকাপের একাদশ আসরটি শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তবে, বিশ্বকাপের আসরে মাঠে নামার আগে বেশ ব্যস্ত সময় কাটাবে জুনিয়র টাইগাররা।

টানা ক্রিকেটের মধ্যেই থাকবে দলটি। আন্তর্জাতিক সিরিজ ছাড়াও দেশের অভ্যন্তরে সিরিজ খেলবে মিরাজ-শান্তরা। এরই ধারাবহিকতায় জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ভারত অনূর্ধ্ব-১৯ দল। তারা ওয়ানডে ম্যাচে জুনিয়র টাইগারদের বিপক্ষে খেলবে বলে জানা যায়।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ন্যাশনাল ম্যানেজার (গেম ডেভলপমেন্ট) নাজমুল আবেদীন ফাহিম।

নাজমুল আবেদীন বলেন, বিশ্বকাপের আসর শুরুর আগেই ভারত এখানে এসে খেলতে চায়। তাদের সঙ্গে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে, চূড়ান্তভাবে কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি।

অবশ্য জানা যায়, ভারতের বিপক্ষে ম্যাচের আগেই জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি সিরিজ খেলার সুযোগ পাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা জিম্বাবুয়ের। চলতি বছরের নভেম্বরে হতে পারে সিরিজটি।

বয়সভিত্তিক ক্রিকেটের আন্তর্জাতিক আসরে বরাবরই ভালো করে বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কখনোই ট্রফি জয়ের স্বাদ পায়নি বাংলাদেশের যুবারা। তবে, নিজ দেশে বিশ্বকাপ বলে এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ছোট টাইগাররা। আর শিরোপার মিশনে নামার আগে জিম্বাবুয়ে-ভারতের বিপক্ষে নামতে হবে বাংলাদেশের টাইগারদের।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।