ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন অজিদের বয়স্ক ক্রিকেটার মরিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
চলে গেলেন অজিদের বয়স্ক ক্রিকেটার মরিস ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৪৮ সালের অ্যাশেজ হিরো অস্ট্রেলিয়ান ওপেনার আর্থার মরিস পরলোক গমন করেছেন। মৃত্যুকালে অজিদের সাবেক এ অধিনায়কের বয়স হয়েছিল ৯৩ বছর।



অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটারদের মধ্যে মরিস এতোদিন বয়স্ক ক্রিকেটার হিসেবে বেঁচে ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৪৮ সালে অজিদের হয়ে তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেন।

১৯৪৬ সালে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে অভিষেক ঘটে মরিসের। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ২ রান করেন তিনি। ইনিংস ও ৩৩২ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয়নি তাকে।

অভিষেক ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও ৪৬ টেস্টে অজিদের হয়ে করেছেন ৩,৫৩৩ রান। যেখানে তার ব্যাটিং গড় ৪৬.৪৮। টেস্টে তার রয়েছে ১২টি শতক আর সমান ১২টি অর্ধশতক। ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ২০৬।

১৬২টি প্রথম শ্রেণির ম্যাচে মরিস করেছিলেন ১২, ৬১৪ রান। যেখানে শতক ৪৬টি এবং অর্ধশতকও ৪৬টি। ইনিংস সর্বোচ্চ রান ২৯০।

১৯৫৫ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামেন মরিস। শেষ টেস্টের প্রথম ইনিংসে তিনি মাত্র ৭ রান করেন। ইনিংস ও ৮২ রানে জয় পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামা হয়নি তার। এ ম্যাচের পরেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন মরিস।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।