ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

দল গড়তে সাত কোটি তবে..

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
দল গড়তে সাত কোটি তবে..

ঢাকা: ঘোষণাটা আগেই দেওয়া ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে আট কোটি টাকার বেশি খরচ করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক কোটি টাকার পে-অর্ডার জমা দিতে হবে বাকি, সাত কোটি টাকায় গড়তে হবে দল।

সাত কোটি টাকায় দল গড়ার সীমাবদ্ধতা থাকলেও বিদেশি খেলোয়াড় আনার ব্যাপারে খরচের স্বাধীনতা রাখা হচ্ছে এবারের আসরে। প্রতিটি দল চারজন করে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। তবে কেউ যদি আরও বেশি বিদেশি খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাতে চায় তাহলে বাকিদের অর্থ পরিশোধের গ্যারান্টি বিসিবি নেবে না-এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার মিরপুরে অনানুষ্ঠানিক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘বিদেশি খেলোয়াড়দের বড় একটা তালিকা আমরা দিয়ে দিব। চারজন বিদেশি খেলেয়াড় তারা নিতে পারবেন। সাত কোটি টাকার মধ্যে ভালো টিম করা সম্ভব। কোনো ফ্র্যাঞ্চাইজি চারটার বেশি বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে না। এর বাইরে কেউ যদি আনতে চায় আনতে পারবে। সে অপশন তাদের আছে। তবে তাদের পেমেন্ট গ্যারান্টি বিসিবি নেবে না। এটা তাদের নিজস্ব ব্যাপার। ’

আগের দুটি আসরে ক্রিকেটারদের বকেয়া পাওনা বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি পরিশোধ না করায় এবারের আসরে প্রক্রিয়াগত ব্যাপারে কঠিন হচ্ছে বিসিবি। তৃতীয় আসরের জন্য আগ্রহী দলগুলোকে এক কোটি টাকার পে-অর্ডার ও সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দাখিল করতে হবে বিসিবিতে। ৩০ আগস্ট  এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দেবে বিসিবি।

উল্লেখ্য, নভেম্বরের ২২ অথবা ২৫ তারিখ মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলের তৃতীয় আসর। বিসিবির তত্ত্বাবধানে ২০১২ সালে বিপিএলের প্রথম আসর বসে। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। তবে, সে আসরে ফিক্সিং কেলেঙ্কারি ও দেশি-বিদেশি ক্রিকেটারদের বকেয়া পাওনা ফ্র্যাঞ্চাইজিগুলো পরিশোধ না করায় ২০১৪ সালে বিপিএল আয়োজন করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।