ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তারপরও দৃঢ়প্রতিজ্ঞ রাজ্জাক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
তারপরও দৃঢ়প্রতিজ্ঞ রাজ্জাক ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলে ঢোকার মঞ্চ ঘরোয়া ক্রিকেট। সেই মঞ্চে বরাবরই সফল বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

বল হাতে শাসন করে চলেছেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের। সর্বশেষ  জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সর্বোচ্চ উইকেট সংগ্রাহক অভিজ্ঞ এই স্পিনার। তারপরও জাতীয় দলের আঙিনায় নেই রাজ্জাক।

রোববার (২৩ আগস্ট) সকালে রাজ্জাক মিরপুর একাডেমির জিমে এসেছিলেন ফিটনেস নিয়ে কাজ করতে। সপ্তাহে দু’দিন নিয়ম করে আসছেন মিরপুরে। জিম শেষে বাংলানিউজের সঙ্গে কথা বলেন রাজ্জাক। কেন জাতীয় দলের আঙিনায় আসা হচ্ছে না, এ উত্তর নেই তার কাছে, ‘এটা তো আমার হাতে নেই। নির্বাচকরা ভালো বলতে পারবেন। ’

বাংলাদেশ দলের জার্সি ‍গায়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের আগস্টে। এক বছর ধরে দলের বাইরে ওয়ানডে ক্রিকেটে দেশের প্রথম ২০০ উইকেট শিকারি রাজ্জাক। আবার জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন কি না-এমন প্রশ্নের জবাবে রাজ্জাকের দৃঢ়প্রতিজ্ঞ উত্তর, ‘অবশ্যই দেখি। যতদিন ক্রিকেট খেলবো ততদিন এই লক্ষ্য নিয়েই থাকবো। আমার আত্মবিশ্বাস হারাবে না। এটাই আমার শক্তি। ’

রাজ্জাক এখনো নির্বাচকদের বিবেচনায় আছে, বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়নি তাকে-দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে এমনটাই জানিয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

তবে বাস্তবতা বলছে নির্বাচকদের মাথা থেকে বাতিলই হয়ে গেছেন ৩৩ বছর বয়সী আব্দুর রাজ্জাক। জাতীয় দলের স্কোয়াডে বিবেচনায় দূরে থাক; হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে এলিট কার্যক্রমেও রাখা হয়নি এই বাঁহাতি স্পিনারকে।

জাতীয় দল ও বাংলাদেশ ‘এ’ দল গড়তে এলিট কন্ডিশনিং ক্যাম্পে ডাকা হয়েছে ২৭ ক্রিকেটারকে। সেখানেও জায়গা হয়নি তার। এ নিয়ে হতাশা থাকলেও দলে ফিরতে এখনো দৃঢ়প্রতিজ্ঞ রাজ্জাক। বিসিবি’র কোনো আনুষ্ঠানিক কার্যক্রমে নেই-এমন ক্রিকেটারদের মধ্যে মোশাররফ হোসেন রুবেল ও পেসার নাজমুল হোসেনকে দেখা গেছে জিম সেশনে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।