ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আচরণবিধি লঙ্ঘন করায় ইশান্তের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আচরণবিধি লঙ্ঘন করায় ইশান্তের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: কলম্বো টেস্টে আইসিসি’র আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাচ ফি’র ৬৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মার। আইসিসি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ম্যাচ চলাকালীন ইশান্ত দু’বার আইন ভঙ্গ করেছে।



শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নতুন বল হাতে জ্বলে উঠেছিলেন ইশান্ত। তার অসাধারণ ডেলিভারীতে সেট ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও প্রথম টেস্টে ম্যাচ বাঁচানো দিনেশ চান্দিমাল আউট হন। তবে দু’জনকেই আউট করার পর তিনি খালি হাত দিয়ে তিরস্কার মূলক আচরণ করেন। যা আইসিসি’র আইন ভর্হিভুত ছিল।

থিরিমান্নের বিপক্ষে প্ররোচনা মূলক আচরণের জন্য ১৫ শতাংশ ও পরে চান্দিমালের বিপক্ষে উত্তেজিত হওয়ায় আরো ৫০ শতাংশ ফি কাঁটা হয় ইশান্তের।

আইসিসি’র ২.১.৭ ধারার এই আইনটি যদি ইশান্ত আগামী এক বছরের মধ্যে আবারো ভাঙেন, তবে তিনি দুই থেকে আট ম্যাচে নিষেধাজ্ঞা পেতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।