ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট ক্যালেন্ডার তৈরি করলো বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
ক্রিকেট ক্যালেন্ডার তৈরি করলো বিসিবি

ঢাকা: দীর্ঘদিন আলোচনার টেবিলে থাকার পর অবশেষে আলোর মুখ দেখলো ঘরোয়া ক্রিকেটের বার্ষিক ক্যালেন্ডার। খসড়া সূচি তৈরি করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী ঘরোয়া মৌসুম শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। ক্রিকেট ক্যালেন্ডারে ঘরোয়া ক্রিকেটের চারটি টুর্নামেন্টকে প্রাধান্য দিয়েছে বিসিবি।

সূচি অনুযায়ী মৌসুমের প্রথম টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এটি মাঠে গড়াবে এ বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।

এরপর ২৫ নভেম্বর শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০১৬ সালের ৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২০ ফেব্রুয়ারি। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হবে ২০১৬ সালের ১১ মার্চ, শেষ হবে ৯ মে।

সোমবার (২৪ আগস্ট) মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের সভা শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। ঘরোয়া ক্রিকেটের এই ক্যালেন্ডার অনুযায়ী আগামি ২-৩ বছর টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছেন দুর্জয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় সম্মতি দিলেই চূড়ান্ত হয়ে যাবে ক্যালেন্ডারটি।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কার্যকরী কোনো ক্যালেন্ডার না থাকায় প্রতি বছরই ভিন্ন ভিন্ন সময়ে মাঠে গড়াতো ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের টুর্নামেন্টগুলো। এবার টুর্নামেন্ট আয়োজনে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ায় সে সমস্যার অবসান হতে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।