ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুরের পর সিলেটের বকেয়া পরিশোধ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
রংপুরের পর সিলেটের বকেয়া পরিশোধ

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর বকেয়া পরিশোধ করেছে সিলেট রয়্যালস। ফলে, বিপিএলের তৃতীয় আসরে অংশ নিতে পারবে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট রয়্যালসের চেয়ারম্যান নাফিসা কামাল বকেয়া থাকা অর্থ পরিশোধ করেছেন।

বিপিএলের দ্বিতীয় আসরে খেলা রংপুর রাইর্ডাসের পর এবার সিলেট রয়্যালস তাদের বকেয়া পরিশোধ করল।

গত দুই আসর মিলিয়ে সিলেট রয়্যালসের বকেয়া ছিল ৬ কোটি ৯৬ লাখ টাকা।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সিলেট রয়্যালসের কাছে দুই আসর মিলিয়ে সাড়ে ৮ কোটি টাকা পাওনা রয়েছে বিসিবি’র। কিন্তু সিলেট র‌য়্যালসের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের বকেয়া ছিল ৬ কোটি ৯৬ লাখ টাকা। তবে, জানা যায় সিলেট রয়্যালস বিসিবি’কে দুই কোটি টাকার পে-অর্ডার এবং পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছে। সে হিসাবে দলটি বকেয়া কিছু টাকা পরিশোধ করে।

এছাড়া সিলেট রয়্যালস ক্রিকেটারদের পেমেন্টের সব নথিপত্র দেখাতে পেরেছে। তাই তাদের ডকুমেন্ট দেখিয়ে অর্থ কমিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়।

বিসিবির তত্ত্বাবধানে ২০১২ সালে বিপিএলের প্রথম আসর বসে। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। তবে, সে আসরে ফিক্সিং কেলেঙ্কারি ও দেশি-বিদেশি ক্রিকেটারদের বকেয়া পাওনা ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলো পরিশোধ না করায় ২০১৪ সালে এর আয়োজন করা হয়নি। এক বছর বিরতি দিয়ে আগামী ২৫ নভেম্বরেই মাঠে গড়াচ্ছে বিপিএল।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।