ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের আইপিএল খেলতে চান ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
ফের আইপিএল খেলতে চান ক্লার্ক ছবি: সংগৃহীত

ঢাকা: সদ্য শেষ হওয়া ‍অ্যাশেজ সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলতে চান সাবেক এ অজি অধিনায়ক।



এরই ধারাবাহিকতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টিতে আবারো খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ক্লার্ক।

ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে ‍অ্যাশেজের মুকুট হারায় অজিরা। তবে ওভালে শেষ টেস্ট জিতে বীরের বেশে সাদা পোশাককে বিদায় জানান এ ডানহাতি ব্যাটসম্যান।

ক্লার্ক বর্তমানে বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টারর্সের সঙ্গে ২০১৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন। তবে তিনি জানান, আইপিএলে খেলার জন্য মুখিয়ে রয়েছেন।

আইপিএল প্রসঙ্গে ক্লার্ক বলেন, ‘আইপিএলে খেলাটা আমার অনেক বড় একটি বিষয়। আমি গত কয়েক সপ্তাহ ধরে সেখানে খেলার ব্যাপারে চিন্তা করছিলাম। আসলে সেখানে খেলতে পারাটা রোমাঞ্চকর মনে হয়। ’

২০১২ আইপিএল মৌসুমে ক্লার্ক পুনে ওয়ারিওর্সের হয়ে খেলেছিলেন। তবে সে বার খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ছয় ম্যাচে ১০৪.২৫ স্ট্রাইক রেটে করেছিলেন মাত্র ৯৮ রান।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।