ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রতিটা সিরিজই খুব গুরুত্বপূর্ণ: প্রধাণ নির্বাচক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
প্রতিটা সিরিজই খুব গুরুত্বপূর্ণ: প্রধাণ নির্বাচক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: দেশের মাটিতে টানা তিনটি সিরিজ জিতে বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি হিসেবে আর্বিভূত হয়েছে বাংলাদেশ। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারানোর পর এবার ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে।

আগামী ২ নভেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে তারা।  
 
জিম্বাবুয়ে দুর্বল প্রতিপক্ষ হলেও আসন্ন সিরিজটাকে বেশ ‍গুরুত্বসহকারে দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ, ‘হোমে আমরা ভালো ক্রিকেট খেলছি। বড় চ্যালেঞ্জ হচ্ছে ফর্মটা ধরে রাখা। জিম্বাবুয়ে সিরিজের পর আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব। জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টিও আছে। এছাড়া বিপিএল আছে। বিশ্বকাপের আগে এগুলো ‍গুরুত্বপূর্ণ। আসলে প্রতিটা সিরিজই খুব গুরুত্বপূর্ণ। তাই জিম্বাবুয়ে সিরিজসহ প্রত্যেকটি সিরিজই আমরা গুরুত্ব দিয়ে দেখি। ’
 
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড এরই মধ্যে ক্রিকেট বোর্ডে জমা দিয়েছেন ফারুক আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হোমে খেলার সুবিধা সবসময়ই আছে। এ  মুহুর্তে ১৮ জনের দল আমরা বোর্ডে জমা দিয়েছি। কাল থেকে অনুশীলন শুরু হবে। টিমে বেস্ট পসিবল কম্বিনেশন করার চেষ্টা করেছি। যেহুতু জিম্বাবুয়ের সঙ্গে খেলা, প্রতিপক্ষকে মাথায় রেখেই দল করা হয়েছে। টি-টোয়েন্টি ও ওয়ানডের প্রাথমিক দল আমরা দিয়ে দিয়েছি। ’
 
বাংলাদেশ দলের পেসারদের ইনজুরি সমস্য মাথায় রেখেই দল নির্বাচন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনজুরি সমস্য আমরা বিবেচনায় রেখেছি। আপনারা জানেন রুবেল, শফিউল ও তাসকিন ভারত সফরে চোট পেয়ে ফিরেছিল। জাতীয় দলে ফিজিওর কাছ থেকে তাদের স্ট্যাটাস নিয়েছি। তাতে তাসকিন ও শফিউলের সেরে ওঠার গতি রুবেলের চেয়ে বেশি। ’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।