ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কলকাতায় ক্যালিসের সহকারী হলেন ক্যাটিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
কলকাতায় ক্যালিসের সহকারী হলেন ক্যাটিচ

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহকারী কোচের পদে নিয়োগ পেলেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ। এরআগে সোমবার (২৬ অক্টোবর) প্রধান কোচ হিসেবে নিয়োগ পান দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ‍অলরাউন্ডার জ্যাক ক্যালিস।



এ প্রসঙ্গে ক্যালিস বলেন, ‘কেকেআরের ম্যানেজমেন্টে সাইমনকে পেয়ে আমি দারুণ খুশী। আমি তার বিপরীতে প্রচুর ম্যাচ খেলেছি। তার ক্রিকেটীয় জ্ঞ্যান খুবই ভালো। সে সহকারী হিসেবে অসাধারণ আর ২০১৬ আইপিএল শিরোপা জয়ে তার সঙ্গে কাজ করাটা দারুণ হবে। ’

আগের সহকারী কোচ বিজয় ধাইয়ার পরিবর্তে নিয়োগ পেলেন ক্যাটিচ। বাঁহাতি এ ব্যাটসম্যান ২০১৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। ২০১৩-১৪ মৌসুমে তার হাত ধরে বিগ ব্যাশের শিরোপা জিতে পার্থ স্কোচার্স। আর আইপিএলে কিংস ইলিভেন পাঞ্জাবের হয়ে ক্যাটিচ ২০০৯ সালে সর্বশেষ খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।