ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শেওয়াগকে সংবর্ধনা দেবে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
শেওয়াগকে সংবর্ধনা দেবে বিসিসিআই ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক ভারতীয় ব্যাটসম্যান বিরেন্দ্র শেওয়াগকে সংবর্ধনা দেবে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারতের চতুর্থ টেস্টে এই সংবর্ধনা দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।



এরআগে প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সদ্য অবসর নেওয়া পেসার জহির খানকে সংবর্ধনা দেওয়া হয়েছিল।

চলতি মাসের ২০ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‍অবসরের ইঙ্গিত দেন শেওয়াগ। মূলত দুবাইয়ে অবসর প্রাপ্তদের নিয়ে মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে খেলতেই এমন ঘোষণা দেন অভিজ্ঞ এ মারকুটে ব্যাটসম্যান।

১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শেওয়াগ ১০৪টি টেস্ট ও ২৫১টি ওয়ানডে খেলেছেন। দুই ফরম্যাটে ৩৮টি সেঞ্চুরির মালিক ডানহাতি এ ব্যাটসম্যান ১৬ হাজারের ওপর রান করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।