ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে শামির ফেরা হচ্ছে না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
প্রোটিয়াদের বিপক্ষে শামির ফেরা হচ্ছে না মোহাম্মদ শামি / ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে ভারতের অন্যতম সফল বোলার ছিলেন। উইকেট নিয়েছেন ১৭টি।

কিন্তু, হাঁটুর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন পেসার মোহাম্মদ শামি। মিস করেন বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই টেস্টের স্কোয়াডে তার ফেরার সম্ভাবনা থাকলেও তা নিয়েও রয়েছে সংশয়। এমনটিই নিশ্চিত করেন শামির শৈশবকালের কোচ বদরুদ্দীন সিদ্দিক।

ইতোমধ্যেই চার ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফিটনেস সমস্যায় সুযোগ পাননি শামি। হাঁটুতে সার্জারির পর থেকেই তিনি মাঠের বাইরে। কবে নাগাদ পুরোপুরি ফিট হবেন তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বদরুদ্দীন সিদ্দিক বলেন, ‘শামির সঙ্গে আমার কথা হয়েছে। সে বর্তমানে ৬০-৭০ ভাগ ফিট। এখনো বোলিং করার মতো উপযোগী হয়নি। প্রোটিয়াদের বিপক্ষে তার ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই তাকে নিয়ে ঝুঁকি নেবে না। আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর ও ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পূর্ণ ফিটনেস টিম ইন্ডিয়ার জন্যই অপরিহার্য। ’

প্রোটিয়াদের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টে শামির খেলার সম্ভাবনা প্রসঙ্গে বদরুদ্দীনের ভাষ্য, ‘দিল্লিতে অনুষ্ঠেয় সিরিজের শেষ টেস্টে (০৩ ডিসেম্বর শুরু) শামির খেলার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আমি শুনেছি, টিম ম্যানেজমেন্ট থেকেই শামিকে জানানো হয়, তাকে পরের বছরের অস্ট্রেলিয়া ট্যুর ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে চায় টিম ইন্ডিয়া। ’

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।