ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘এ’ দলের যাত্রা এবার জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
‘এ’ দলের যাত্রা এবার জিম্বাবুয়ে

ঢাকা: জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুটেং স্ট্রাইকার্সকে ২ উইকেটে হারিয়েছে শুভাগত হোমের দল।

প্রতিপক্ষকে মাত্র ১০০ রানে অলআউট করেও আট উইকেট হারাতে হয়েছে সফরকারীদের।

দ. আফ্রিকা সফরে শেষ ম্যাচে আসা জয়টি খুব যে স্বস্তির তা বলা যাবে না। পুরো সিরিজে টপঅর্ডার ব্যাসম্যানরা প্রতি ম্যাচেই ধুঁকেছেন অচেনা কন্ডিশনে। বলা চলে, অস্বস্তিকর এক সফর শেষ করেছে শুভাগতরা। এবার ‘এ’ দল যাচ্ছে জিম্বাবুয়েতে।

বুলাওয়ের উদ্দেশে শুক্রবার (৩০ অক্টোবর) উড়াল দেবে টাইগাররা। সেখানে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দু’টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে  ২, ৪ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

এর পর ৯-১২ নভেম্বর বুলাওয়ের অ্যাথলেটিক ক্লাব মাঠে প্রথম চারদিনের ম্যাচ ও  ১৫-১৮ নভেম্বর দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে, দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজে জন্য শুরু হওয়া ক্যাম্পে যোগ দিতে ফিরে আসছেন ৬ ক্রিকেটার। এরা হলেন- লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, জুবায়ের হোসেন, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি। ১ নভেম্বরের আগেই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

তাদের জায়গায় খেলতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে গতকাল রাতে দেশ ছেড়েছেন নাঈম ইসলাম, নুরুল হাসান সোহান, তাসামুল হক, দেওয়ান সাব্বির ও মুক্তার আলী।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।