ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

স্পিনেই গুরুত্ব দেবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
স্পিনেই গুরুত্ব দেবে বাংলাদেশ মিনহাজুল আবেদিন নান্নু/ ছবি: সংগৃহীত

ঢাকা: স্পিনের পাশাপাশি পেস আক্রমণেও পিছিয়ে নেই বাংলাদেশ। দেশের মাটিতে টানা তিন ওয়ানডে সিরিজ জয়ে সমান অবদান রেখেছেন স্পিনার ও পেসাররা।

তবে জিম্বাবুয়ে সিরিজে স্পিনারদের ওপরই বেশি ভরসা রাখতে চাইছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
 
গত বছরের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলত এসে স্পিনেই ধরাশায়ী হয় জিম্বাবুয়ে। সাকিব-তাইজুলদের ঘূর্ণিতে দুই ফরম্যাটেই ধবলধোলাই হয় সফরকারী। এবারও সেই স্পিনেই ছক আঁটছে বাংলাদেশ।

শুক্রবার (৩০ অক্টোবর) এ প্রসঙ্গে মিনহাজুল আবেদিন বলেন, ‘দেশের মাটিতে সবসময়ই আমরা স্পিনের উপর বেশি নির্ভর করি। স্পিন এবং স্লো বোলার দিয়ে আমরা প্রতিপক্ষকে ধরাশায়ী করার চিন্তা-ভাবনা করি। সে হিসেবে আমাদের প্ল্যানটা এরকমই থাকবে। স্পোর্টিং উইকেটের চেয়ে একটু স্লো উইকেট করলে আমাদের জন্য সুবিধা। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের জন্য স্লো উইকেটে ব্যাটিং করা কষ্টকর। কারণ ওদের ওখানে বাউন্স বেশি থাকে। তারা বাউন্সি উইকেটে অভ্যস্ত। ’
 
জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ খারাপ হলেও বাংলাদেশ সফরে এসে ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করেন মিনহাজুল। জিম্বাবুয়ে দলটি খেলার মধ্যে থাকাতেই এরকম মনে করছেন তিনি, ‘জিম্বাবুয়ে তাদের মাটিতে অনেকগুলো ম্যাচ খেলেছে। সে হিসেবে আমরা আন্তর্জাতিক ম্যাচ থেকে অনেক দূরে আছি। বিশেষ করে, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর একটা বিরতি গেছে। আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারায় মানসিকভাবে ভেঙে পড়েছে জিম্বাবুয়ে। তবে যেহেতু তারা একটা টেস্ট প্লেয়িং দেশ, যথেষ্ট অভিজ্ঞতাও আছে এই  দলের। আমার মনে হয়, বাংলাদেশে আসলে তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে। ’
 
১৮ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নতুন মুখ কামরুল ইসলাম। তাসকিন,  শফিউলরাও ফিরেছেন ইনজুরি কাটিয়ে। মাশরাফি ও মুস্তাফিজকে নিয়ে দলে রয়েছে পাঁচ পেসার। এত পেসারের মাঝে কামরুল ইসলামের চূড়ান্ত স্কোয়াডে থাকার সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্নে এ নির্বাচক বলেন, ‘ওকে একটা প্ল্যানের মধ্যে রেখেছি বলেই ‘এ’ দলে খেলাচ্ছি। ও যথেষ্ট ভালো খেলছে। আমি এখন বিশ্বাস করি ওর সক্ষমতা আছে ১৪ জনের দলে থাকার এবং ভালো করার। দেখা যাক, আমরা ২-৩ দিনের মধ্যে দল ঘোষণা করব। ’

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।