ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের সঙ্গে বিআরবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
বিপিএলের সঙ্গে বিআরবি ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় আসরে টাইটেল স্পন্সর হয়েছে বিআরবি কেবলস। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে কেবল প্রস্ততকারী প্রতিষ্ঠানের টাইটেল স্পন্সর হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ‍ইউনুস।

এর পর তৃতীয় আসরটির লোগো উন্মোচন করা হয়।
 
বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ায় বিআরবি কেবলসকে ধন্যবাদ জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘বিপিএলের তৃতীয় আসরটি বিআরবি পৃষ্ঠপোষকতা করায় ‍বিসিবির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। ২০ নভেম্বর উদ্বোধণীর পর ২২ নভেম্বর দুপুর দু্ইটায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ। ইতিমধ্যে এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এক বছর বিরতির পর তৃতীয় আসর আয়োজন অনেক চ্যালেঞ্জিং ছিল। আমরা সব সমস্য পেছনে ফেলে এটা করতে পারছি। আশা করি, এবারের আসরটি রোমাঞ্চকর হবে। ’
 
অনুষ্ঠানে উপস্থিত বিআরবি কেবলসের পরিচালক মিজবাউর রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সাফল্য সবচেয়ে বেশি। দেশের মানুষের ক্রিকেটের প্রতি এই ভালবাসাকে শ্রদ্ধা জানাই। ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়বদ্ধতা থেকে আমরা বিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টের ‍টাইটেল স্পন্সর হয়েছি। এবারের আসর  আয়োজন নিয়ে বিসিবি পরিচালকমন্ডলীর আন্তরিকতা ও ‌ ফরম্যাট দেখে আশ্বস্ত হয়েছি এবারের টুর্নামেন্ট গতানুগতিকের বাইরে গিয়ে দর্শক জনপ্রিয়তায় সেরা হবে। ’
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ এজেন্সি মাত্রা’র প্রতিনিধি সামাউল আরেফিন। তিনি বলেন, ‘বিপিএলের শুরু থেকেই আমরা ছিলাম। বিপিএলের যে লোগোটি দেখছেন সেটা আমাদেরই করা। বিআরবি’র মাধ্যমে আমরা আবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছি। বিআরবির মতো আরও প্রতিষ্ঠান যেন খেলাধুলায় সম্পৃক্ত হতে পারে এবং সুযোগ পায় এ কামনা করছি। ’

ছয়টি দল নিয়ে ২০১২ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। ২০১৩ সালে যোগ হয় আরও একটি ফ্র্যাঞ্চাইজি। তবে এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। দলগুলো হলো: কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস, চট্টগ্রাম ভাইকিংস, সিলেট সুপার স্টারস, রংপুর রাইডার্স।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।