ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দল

ফিরেছেন ক্রেমার, চাকাভা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
ফিরেছেন ক্রেমার, চাকাভা ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ  সফরের জন্য ১৬ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন লেগস্পিনার গ্রায়েম ক্রেমার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেগিস চাকাভা।


 
আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেরে যাওয়া দল থেকে বাদ পড়েছেন  চার ক্রিকেটার। এরা হলেন- ব্রায়ান চারি, কেভিন কাসুজা, টিনোটেন্ডা মুতোমবোজি ও ক্রিস্টোফার এমপোফু। এই চার ক্রিকেটার অবশ্য জায়গা পেয়েছেন জিম্বাবুয়ে ‘এ’ দলে।

জিম্বাবুয়ের জাতীয় দল যখন বাংলাদেশ সফর করবে  তখন বাংলাদেশ ‘এ’ দল জিম্বাবুয়েতে খেলবে তাদের ‘এ’ দলের বিপক্ষে মূল দলের সঙ্গে তাই ‘এ’ দলও ঘোষণা করা হয়েছে।
 
এদিকে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের মূল স্কোয়াড দুই-একদিনের মধ্যে ঘোষণা করা হবে। সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
 
জিম্বাবুয়ে জাতীয় দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুযারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।
 
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।