ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে দিলশান সমস্যার সমাধান শিগগির

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
বিপিএলে দিলশান সমস্যার সমাধান  শিগগির দিলশান / ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের বিপিএলে তিলকারত্নে দিলশানকে নিয়ে সৃষ্ট সমস্যা যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। এই লঙ্কান মারকুটে ব্যাটসম্যানেকে দলে পাওয়া নিয়ে একদিকে রংপুর রাইডার্স দাবী করছে যে দিলশান তাঁদের হয়ে চুক্তি স্বাক্ষর করেছে, অন্যদিকে চিটাগং ভাইকিংসও দাবী করছে যে, দিলশান তাঁদের হয়ে চুক্তি স্বাক্ষর করেছে।


 
এদিকে চিটাগং ভাইকিংস নাকি এরই মধ্যে দিলশানকে দলে পেতে টাকাও দিয়ে দিয়েছে। তবে এই টাকা আসরের চুক্তির অংশ নয় বরং গেল দ্বিতীয় আসরের পাওনা টাকা হিসেবে গ্রহন করেছেন দিলশান, এমনটাই দিলশানের পক্ষ থেকে জানানো হয়েছ, বললেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে মজার ব্যাপার হল, বিপিএলের দ্বিতীয় আসরে দিলশান খেলেছিলেন, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।

তবে “দিলশান ইতোমধ্যেই রংপুরের হয়ে চুক্তি সই করেছেন এবং তিনি এখানেই খেলার আগ্রহ প্রকাশ করেছেন”, যোগ করেন, জালাল ইউনুস।
 
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর স্থানীয় একটি হোটেলে এ বিষয়ে কথা বলতে গিয়ে  বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস আরও বলেন, খুব শিগগিরই দুই ফ্র্যাঞ্চাইজির চুক্তিপত্র যাচাই বাছাই করে তিলকারত্নে দিলশানকে নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করা হবে। ’
 
এই প্রসঙ্গে জালাল ইউনুস আরও বলেন, আমরা দু‌ই ফ্র্যাঞ্চাইজির চুক্তিপত্র দেখে যারটি বেশি আইনসংগত মনে হবে, তিলকারত্নে দিলেশানকে তাঁকে পাইয়ে দিতেই ব্যবস্থা নিব। ’
 
উল্লেখ্য, গেল ২২ অক্টোবর, প্লেয়ার বাই চয়েসেরে দিন একদিকে রংপুর রাইডার্স দাবী জানায় যে, তিলকারত্নে দিলশান তাঁদের হয়ে চুক্তি স্বাক্ষর কবরেছেন অন্যদিকে, চট্টগ্রাম ভাইকিংসও একই দাবী করে।
 
বাংলাদেশ সময় ১৪৪১ ঘন্টা, ৩১ অক্টোবর ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।