ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শারজা টেস্টে ছিটকে গেলেন ইমরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
শারজা টেস্টে ছিটকে গেলেন ইমরান ছবি: সংগৃহীত

ঢাকা: হাতের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে শারজা টেস্টে পাকিস্তান দল থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার ইমরান খান। শুক্রবার (৩০ অক্টোবর) অনুশীলনের সময় ব্যথাপান এ ডানহাতি বোলার।



২৮ বছর বয়সী ইমরান দুবাইয়ে দু’দলের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের জয়ে অন্যতম ভূমিকা পালন করেন। যেখানে দুই ইনিংসে দুটি করে মোট চারটি উইকেট লাভ করেন তিনি।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে ডানহাতে গুরুতর আঘাত পান ইমরান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে জানা যায়, অন্তত ১০ দিনের জন্য বিশ্রাম নিতে হবে।

ইমরানের ইনজুরিতে দলে ঢুকতে পারেন বাঁহাতি পেসার রাহাত আলী। রাহাত আবুধাবিতে দু’দলের প্রথম টেস্টে দলে ছিলেন। সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।