ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় নাফিস ও মাহমুদের ব্যাটিং ভেলকি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
বগুড়ায় নাফিস ও মাহমুদের ব্যাটিং ভেলকি শাহরিয়ার নাফিস / ছবি: সংগৃহীত

ঢাকা: শাহরিয়ার নাফিস ও ফজলে মাহমুদের শতকে ১৭তম এনসিএলের পঞ্চম রাউন্ডে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বরিশাল বিভাগ। প্রথম দিন শেষে বরিশালের সংগ্রহ ১ উইকেটে ৩২৩ রান।

দিনশেষে ১৫৮ রানে নাফিস ও ফজলে মাহমুদ অপরাজিত আছেন ১২৮ রানে।
 
এরাআগে, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের কাছে টস হেরে ব্যাটিংয়ে নামে বরিশাল। আর ব্যাটিং নেমে শুরুটা বেশ ভালই করেছিলেন দুই ওপেনার শাহরিয়ার নাফিস ও শাহিন হোসেন, বিনা উ‌ইকেটে দলকে এনে দিয়েছেন ৫৩ রানের সংগ্রহ। এরপর অবশ্য ডলার মাহমুদের বলে ব্যক্তিগত ২৫ রানের ইনিংসে খেলে জসিমউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন শাহিন।
 
তবে,এদিন চট্টগ্রামের নিস্প্রভ বোলিংয়ের সুযোগটি বেশ ভাল ভাবেই কাজে লাগিয়েছেন নাফিস ও মাহমুদ। প্রতিপক্ষের বলকে কোন রকম তোয়াক্কা না করে ব্যাট চালিয়েছেন বেশ নিপুন হাতে। দ্বিতীয় উইকেটে তাঁদের চোখ ধাধানো অপরাজিত ২৭০ রানের জুটিতে দিনশেষে বরিশাল বিভাগ পেয়েছে ১ উইকেটের বিনিময়ে ৩২৩ রানের এক সমৃদ্ধ সংগ্রহ।
 
চট্টগ্রামের হয়ে এদিন বলহাতে একমাত্র সফল হয়েছেন ডলার মাহমুদ। ১২ ওবার বল করে ৬৬ রান দিয়ে তুলে নিয়েছেন দিনের একমাত্র উইকেট।
 
এদিকে, ভারী বৃষ্টির কারণে কক্সবাজারে মাঠে গড়ায়নি ঢাকা বিভাগ ও ঢাকা মেট্টোর মধ্যকার দিনের আরেক ম্যাচে।
 
বাংলাদেশ সময় ১৭২২ ঘন্টা, ৩১ অক্টোবর ২০১৫
এইচএল/এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।