ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

১৪ মাস পর ফিরছেন নারিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
১৪ মাস পর ফিরছেন নারিন

ঢাকা: ২০১৫ বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২-০তে টেস্ট সিরিজ হেরেছে দলটি।

তবে ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ফেরা স্পিনার সুনিল নারিনের কল্যাণে শক্তির দিক থেকে এগিয়ে যেতে পারে ক্যারিবীয়রা।

রোববার কলম্বোয় (০১ নভেম্বর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আর এ ম্যাচে ক্যারিবীয়দের মূল একাদশে দেখা যেতে পারে নারিনকে। দলের অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, ক্রিকেট বিশ্বের সেরা এ বোলারের ফিরে আসাটা জয়ে ফেরাবে দলকে।

১৪ মাস আগে সিপিএল ২০১৪ ও আইপিএল ২০১৫তে অবৈধ বোলিং অ্যাকশনের সন্দেহে পড়েছিলেন নারিন। তবে ২০১৫ বিশ্বকাপের আগেই নিজেকে সুধরে নিয়েছিলেন তিনি। কিন্তু সে আসর শুরুর শেষ মুহূর্তে নিজেকে প্রত্যাহার করে নেন ডানহাতি এ বিস্ময় স্পিনার। সে সময় তিনি জানিয়েছিলেন, নিজের ‍অ্যাকশনকে আরো ভালো করতে চান।

এখন পর্যন্ত ৫২টি ওয়ানডে খেলা নারিন ৪.১০ ইকোনোমিতে নিয়েছেন ৭৩টি উইকেট। আর ৩২টি টি-টোয়েন্টিতে ৫.৭০ ইকোনোমিতে পেয়েছেন ৩৮টি উইকেট। সাদা পোশাকে ছয় ম্যাচে ২১টি উইকেট দখল করেছেন এ ক্যারিবীয়ান স্পিনার।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।