ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিনও ব্যাট হাতে নামেনি খুলনা-দুই ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
তৃতীয় দিনও ব্যাট হাতে নামেনি খুলনা-দুই ঢাকা

ঢাকা: চলমান জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের তৃতীয় দিন শেষেও ব্যাটিংয়ে নামতে পারেনি খুলনা বিভাগ। বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে ম্যাচের তৃতীয় দিন পর্যন্ত মোট ১০৪.৩ ওভার ব্যাট করেছে রংপুর বিভাগ।

নিজেদের প্রথম ইনিংসে রংপুর ৭ উইকেট হারিয়ে তুলেছে ৩২৪ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনার মোহাম্মদ আরাফাত ব্যক্তিগত ৪ রান করে ফিরলেও আরেক ওপেনার কল্যানাশীষ বাসু করেন ২৭ রান। তিন নম্বরে নেমে নবীন ইসলাম করেন ২১ রান। আরিফুল হক ২৩, নাহিদুল ইসলাম ২ রান করেন। জাতীয় দলের অনুশীলনে ব্যস্ত থাকায় নাসির হোসেনের পরিবর্তে রংপুরের দলপতি হওয়া ধীমান ঘোষের ব্যাট থেকে আসে ৬৯ রান।

৬৬ রান করে অপরাজিত রয়েছেন সোহরাওয়ার্দি শুভ। তবে, ইনিংস সর্বোচ্চ ১০৫ রান করে বিদায় নিয়েছেন তানভীর হায়দার।

খুলনার হয়ে ৪০.৩ ওভার হাত ঘুরিয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক আব্দুর রাজ্জাক। বাকি তিনটি উইকেট দখল করেছেন মুরাদ খান।

এদিকে, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনও কোনো বল মাঠে গড়ায়নি। ঢাকা মেট্রোপলিস আর ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচটিতে টস পর্যন্ত হয়নি। বৃষ্টির কারণে তৃতীয় দিনও ভেস্তে যাওয়ায় তাই দুই ঢাকার ক্রিকেটারদের অলস সময় কাটছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।