ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

লিড নেওয়ার পথে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
লিড নেওয়ার পথে ইংলিশরা ছবি : সংগৃহীত

ঢাকা: শারজাহ টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ১২ রানে পিছিয়ে ইংল্যান্ড। চার উইকেটে হারিয়ে ইংলিশদের সংগ্রহ ২২২ রান।

এর ‍আগে ২৩৪ রানেই পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায়। সিরিজ বাঁচাতে ইংল্যান্ডের জয়ের বিকল্প নেই। তিন ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে মিসবাহ-ইউনিসরা।

স্কোর: পাকিস্তান – ২৩৪
ইংল্যান্ড – ২২২/৪

আগের দিনের করা বিনা উইকেটে চার রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তবে দলীয় ১৯ রানের মাথায় শোয়েব মালিকের বলে ইউনিস খানের ক্যাচে পরিণত হন মঈন আলী (১৪)। এক রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন অধিনায়ক অ্যালিস্টার কুক। ইয়ান বেল ৪০ রান করে আউট হন।

এক ‍পর্যায়ে ১৩৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে খানিকটা চাপের মুখে পড়ে ইংলিশরা। তবে ৫৯ রানের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে দিনের খেলা শেষ করেন জেমস টেইলর ও জনি বেয়ারস্টো। টেইলর ৭৪ ও বেয়ারস্টো ৩৭ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।

পাকিস্তানের হয়ে দু’টি উইকেট লাভ করেন লেগ স্পিনার ইয়াসির শাহ। শোয়েব মালিক ও রাহাত আলী একটি করে উইকেট নেন।

এর আগে প্রথম দিনে ব্রড-অ্যান্ডারসনের বোলিং তোপে  ২৩৪ রানে থেমে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। । অধিনায়ক মিসবাহ উল হকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭১ রান। মোহাম্মদ হাফিজ (২৭), শোয়েব মালিক (৩৮), ইউনিস খান (৩১) ও সরফরাজ আহমেদ ৩৯ রান করেন।

ইংলিশদের হয়ে জেমস অ্যান্ডারসন একাই নেন চার উইকেট। স্টুয়ার্ট ব্রড, সামিত প্যাটেল ও মঈন আলী দু’টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।