ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আগের মতোই জ্বলে উঠবে সৌম্য-লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
আগের মতোই জ্বলে উঠবে সৌম্য-লিটন ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের পথচলাতেই জাত চিনিয়েছেন দুই তরুণ ক্রিকেটার সৌম্য সরকার ও লিটন দাস। গেল সিরিজগুলোতে দলের জয়ে অবদানও রেখেছেন এ দু’জন।

দারুণভাবে পর পর কয়েকটি আন্তর্জাতিক সিরিজ শেষ করলেও ‘এ’ দলের হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে রান পাননি এই দুই ব্যাটসম্যান।

ম্যাচে রান না পেলেও জিম্বাবুয়ে সিরিজে আগের মতোই সৌম্য-লিটন জ্বলে উঠবে বলে বিশ্বাস করেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বুধবার (০৪ নভেম্বর) বাংলাদেশ দল অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের  মুখোমুখি হন হাথুরুসিংহে।

সৌম্য ও লিটনকে নিয়ে টিম ম্যানেজম্যান্টের কোনো দুশ্চিন্তা নেই বলে জানান তিনি, ‘দুজনেই বিশ্বমানের ক্রিকেটার। আপনি যদি দেখে থাকেন তারা আগের সিরিজগুলোতে খুব ভালো করেছে। তাদের বিভিন্ন কন্ডিশনে অভিজ্ঞ করে তুলতেই বেশি খেলানো হচ্ছে। দু’জনেই প্রতিভাবান ক্রিকেটার-এতে আমার কোনো সন্দেহ নেই। অতীতে আন্তর্জাতিক ম্যাচগুলোতে যেভাবে খেলেছে এই সিরিজে আগের মতোই সৌম্য-লিটন জ্বলে উঠবে বলে আমার বিশ্বাস। ’
 
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে স্পিনের পাশাপাশি পেস আক্রমণকেও গুরুত্ব দেওয়া বলে বলে জানান হাথুরুসিংহে, ‘প্রতিপক্ষের সীমাবদ্ধতা বুঝে আমরা আক্রমণ সাজাবো। উইকেট বুঝে সিদ্ধান্ত নিতে হবে। স্পিনাররা একটা রোল প্লে করবে। পেসারদের মধ্যে স্কোয়াডে আল আমিন এসেছে, রাব্বি (কামরুল ইসলাম) যোগ হয়েছে। সে খুব ভালো করেই এসেছে। মুস্তাফিজ তো আছেই। মাশরাফি যদিও পুরোপুরি ফিট নয়। তবে ফিট হয়ে উঠছে। ফিট হতে ফতুল্লায় কাল প্রস্তুতি ম্যাচে খেলবে। তারপর বোঝা যাবে তার অবস্থা। ’ 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল সাফল্যের চূড়ায় অবস্থান করলেও জিম্বাবুয়েকে হালকাভাবে নিতে চান না এ টাইগার কোচ। প্রতিপক্ষ সম্পর্কে তিনি বলেন, ‘মনে রাখতে হবে এটা আন্তর্জাতিক ম্যাচ। জিম্বাবুয়ে অনেকগুলো প্রতিপক্ষের সাথে খেলে এখানে এসেছে। ’

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।