ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সৌম্যকে নিয়ে শঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
সৌম্যকে নিয়ে শঙ্কা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: জিম্বাবুয়ে সিরিজ শুরুর ঠিক আগ মুহুর্তে  ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। বাম পাঁজরে ব্যথা অনুভব করায় বুধবার মিরপুরে ব্যাটিং অনুশীলন করেননি এই বাঁহাতি ব্যাটসম্যান।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গতকাল (মঙ্গলবার, ০৩ নভেম্বর) অনুশীলন করার সময় পাঁজরে চোট পান সৌম্য। বুধবার (০৪ নভেম্বর) সকালে অ্যাপোলো হাসপাতালে এমআরআই করিয়েছেন তিনি।   এ প্রসঙ্গে দেবাশীষ চৌধুরী জানান, ‘সৌম্যর এমআরই রিপোর্টে পাঁজরে সমস্যা ধরা পড়েছে।   তেমন গুরুতর নয়। আগামীকাল ওর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। ’

আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন সৌম্য সরকার। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে তামিম ইকবালের সঙ্গী হয়ে মাঠ কাঁপিয়েছেন সাতক্ষীরার এই ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।