ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে দল কিনবেন অনন্ত জলিল

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বিপিএলে দল কিনবেন অনন্ত জলিল ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: বাংলা সিনেমার ‍অন্যতম জনপ্রিয় নায়ক অনন্ত জলিল। সিনেমার পাশাপাশি এদেশের সফল একজন ব্যবসায়ীর হিসেবেও ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

হার্টথ্রুব তারকা ও সফল ব্যবসায়ী খ্যাতি পাওয়ার পর এবার ক্রীড়া সংগঠকের তকমাও গায়ে লাগাতে চান, অসম্ভবকে সম্ভব করা এই অনন্ত জলিল। আর সেটা শুরু করবেন বিপিএল দিয়ে।

এবারের আসরে না পারলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আসরে দল কিনতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের চলচিত্রের হালের জনপ্রিয় এই অভিনেতা।
 
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি স্থানীয় হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এই অভিপ্রায় ব্যক্ত করেন।
 
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনিত হওয়া এই অভিনেতা বলেন, ‘এবারের বিপিএলে ছয়টা দল ছয়জন কিনে নিয়েছে। তবে, কামাল ভাই (কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপেদেস্টা) যদি মনে করেন, আমাকে পার্টনার বানাবে তাহলে দু’জন এটাকে এগিয়ে নিবো। আর ক্রিকেট বোর্ড যদি মনে করেন সামনে আরও একটি দল বাড়বে তাহলে পরবর্তী সময়ে আমি একটি দল কিনে নিবো।
 
উল্লেখ্য, অনন্ত জলিল ও তাঁর স্ত্রী বর্ষা, দু’জনই বিপিএলে এবারেরে আসরের নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
 
বাংলাদেশ সময় ২০২৫ ঘন্টা, ৪ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।