ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয়

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ফলে, জিস্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল সফরকারী বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের ৩৬ রানে হারিয়েছে রনি তালুকদার, শুভাগত হোম, তাইজুল ইসলামরা।

আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৮২ রান। জবাবে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

বাংলাদেশের হয়ে ওপেনার সাদমান ইসলাম ৪৭, রনি তালুকদার ১৬, গত ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ মিঠুন ইনিংস সর্বোচ্চ ৬৬, দলপতি শুভাগত হোম ৩০, মাহমুদুল হাসান ২১, মোসাদ্দেক হোসেন অপরাজিত ৫০ আর মুক্তার আলি অপরাজিত ২৯ রান করেন।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে স্বাগতিকরা ৫০ রান তুলে ফেলে। ওপেনার ব্রায়ান চারি ৬৯, কাসুজা ১৮, পিটার মুর ২৯, দলপতি মুতুম্বদজি ৫৭, মামহিয়ো ৪৬ রান করলেও ৩৬ রান বাকি থাকতেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম এবং মুক্তার আলি দুটি করে উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।