ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

এবারের বিপিএলে ফেভারিট বরিশাল ও চট্টগ্রাম

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
এবারের বিপিএলে ফেভারিট বরিশাল ও চট্টগ্রাম

ঢাকা: আর মাত্র কয়েকটি দিন। তারপরেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলের তৃতীয় আসর।

২০ নভেম্বর মিরপুরে হৃত্বিক ও জ্যাকুলিনের হৃদস্পন্দন বন্ধ করে দেয়া নাচের মুর্ছণায় পর্দা উঠা বিপিএল মাঠে গড়াবে ২২ নভেম্বর রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে।

টি টোয়েন্টি ফর্মেটের চার ছক্কার ফুল ঝুড়ি ছড়ানো এই ক্রিকেট টুর্নামেন্টকে নিয়ে এরই মধ্যে দেশের আনাচে কানাচে ভক্তদের চায়ের কাপে ঝড় উঠতে শুরু করেছে। একেক জনের কাছে জনপ্রিয়তা পাচ্ছে একেকটি দল।

কেউ বলছেন এবারের আসরের ফেভারিট দলের নাম মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস, কারো মতে সাকিবের রংপুর রাইডার্স, আবার কেউবা বলছেন মুশফিক ও শহীদ আফ্রিদির সিলেট সুপারস্টারস।

শুধু বলার জন্য বলা নয়, টিম কম্বিনেশন, টিমে দেশি বিদেশি প্লেয়ারদের বর্তমান পারফরমেন্সসহ কোচিং স্টাফ সব কিছু মিলিয়ে যৌক্তিক দৃষ্টি কোণ থেকে কোন দলটি জনপ্রিয় তা জানতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর মতামত জানতে চায়, যারা বেশির ভাগই এবারের আসরে ফেভারিট হিসেবে মনে করছেন; তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংসকে এবং ক্রিস গেইলের বরিশাল বুলসকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার প্রকৌশল বিভাগের দ্বিতীয় বরষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র নাইমুল আবরার গালিবের কাছে এবারের ফেভারিট দলের নাম চট্টগ্রাম ভাইকিংস।

কেন দলটিকে আপনি জনপ্রিয় মনে করছেন? এমন প্রশ্নের জবাবে একটু স্মিত হেসে আবরার বলেন, আমার বাড়ি যশোর। বিপিএলে গেল দুই আসরে আমার বিভাগ খুলনা অংশগ্রহন করলেও এবার করেনি। করলে হয়তো আমি খুলনারই সমর্থন করতাম। কিন্তু যেহেতু করেনি তাই ছয়টি দলের ভেতর থেকে বেছে নিয়েছি চট্টগ্রামকে কারণ দলটিতে তামিম ইকবাল খেলছেন। সঙ্গে আছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমের। এছাড়াও দলটিতে যেসব প্লেয়াররা খেলবেন, সবাই বেশ ভালো, তাই আমি চট্টগ্রামের সমর্থক।

পাক পেসার মোহাম্মদ আমের প্রসঙ্গে তাঁর সঙ্গে একটু গভীর আলোচনা হল। কারণ ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগে দীর্ঘ্য ৫ বছর এই পেসার সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন, তারপরেও কেন আমেরকে ভাল লাগে বা তিনি আগের মত বল হাতে ঝলসে উঠতে পারবেন কীনা।

এ প্রসঙ্গে আবরার বললেন, হ্যা একথা সত্য যে, ম্যাচ গড়াপেটার অভিযোগে ২০১০ সালে নিষিদ্ধ হয়েছিলেন এই পাক পেস সেনশেসন। তারপরেও আমি বিশ্বাস করি যে, বিপিএল দিয়ে মাঠে ফিরে আবার সেই আগের মতই প্রতিপক্ষের স্ট্যাম্পে চিড় ধরাতে পারবেন এই পাক পেসার। মোটকথা তাঁকে বল হাতে দেখতেই আমার ভাল লাগে, পাশাপাশি তাঁর যাদুকরী ডেলিভারিতো আছেই। এছাড়াও দলটিতে টাইগার পেসার তাসকিন আহমেদ, টাইগার ব্যাটসম্যান এনামুল বিজয়, অলরাউন্ডার জিয়াউর রহমান এবং পাক স্পিনার সাইদ আজমল, মারকুটে কামরান আকমল ও উমর আকমল তো আছেনই। তো এরা যে দলে থাকবে সেই দলকে ভাল না লাগার কোন কারণ নেই বলেও মত দিলন তিনি।    

শুধু চট্টগ্রামের প্লেয়াররাই নন, রবিন সিং এর মত অভিজ্ঞ কোচ দলটিতে আছে তাই তাঁদের নিয়ে শিরোপা জয়ের ছক ও তিনি এরই মধ্যে এঁকে ফেলেছেন।

পাশাপাশি দলটির থিম সং ও তাঁকে বেশ নাড়া দিয়েছে। কুমার বিশ্বজিতের গাওয়া ‘উড়াইয়া উড়াইয়া মারোরে’- গানটিরি মধ্য নাকি তিনি ঘরে বসেই মাঠে  ভাইকিংসদের দুর্দান্ত কিছু করার ফ্লেভার পান!

এদিকে, গেল দুই আসরের তুলনায় এবারের বিপিএল বেশ সুসংগঠিত হওয়ায় তিনি বেশ আনন্দিত এবং এই জন্য বিসিবি এবং বিপিএল গভর্ণিং কাউন্সিলকে ধন্যবাদ জানান, সঙ্গে আশাবাদ ব্যক্ত করেন যে, গেল দুই আসরে বিপিএলে যে সকল সীমাবদ্ধতা ছিল তা এবার কাটিয়ে উঠবে এবং ফিক্সিংয়ের মত অঘটন এবার ঘটবেনা।

তবে, আবরারের মত চট্ট্রগামের সমর্থক নন তাঁর সহপাঠী গোলাম সরোয়ার রাকিব। এই ঢাবি ক্রিকেট প্রেমির কাছে এবারের ফেবারিট দলের নাম বরিশাল বুলস।

অ্যাত্তগুলো দল থাকতে বরিশাল কেন জনপ্রিয়? এমন প্রশ্নের উত্তরে রাকিব বললেন, আপনি হয়তো জানেন, বিপিএলের সবচাইতে বড় স্পস্সরের নাম ক্রিস গেইল। আর গেইল যে দলে খেলবে সেই দলের সাপোর্ট না করে কী পারা যায়? গেইল হয়তো প্রতিদিন খেলবে না কিন্তু যেদিন খেলবে সেদিন তাঁর দলের জয় নিশ্চিত।

শুধুই ক্রিস গেইলের জন্য? এমন প্রশ্নের উত্তরে রাকিব বললেন, না তা নয়। আমাদের দেশী অনেক প্রতিশ্রুতিশীলে খেলআয়াড়রাও দলটিতে আছে। আমার পছন্দের মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস ও জিম্বাবুয়ান হার্ড হিটার ব্রেন্ডন টেইলর দলটিতে আছেন, তাই।         
        
তারা সবাই মিলে পারফরম করলে বরিশাল শিরোপা জিততেই পারে। মোট কথা বিপিএলে এবারের আসরে বরিশালের টিম কম্বিনেশন অনেক ভাল, তাই আমার কাছে এবারের ফেবারিট বরিশাল।

এবার তিনিও প্রসঙ্গ টানলেন, দলটির থিম সং এর প্রসঙ্গ। বললেন, আসিফের গাওয়া ‘বরিশাল বুলস শামাল শামাল, বরিশাল বুলস কামাল’ গানটি আসিফ বেশ স্পোর্টিং মনোভাব নিয়ে গেয়েছেন। তাই শুনতে বেশ ভাল লাগে। আমাদের ক্রিকেট নিয়ে ওনার গাওয়া আরেকটি গান ‘ বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ’- এই গানটিও আমার অনেক পছন্দের।

তবে, রাকিব বরিশালের সমর্থক হলেও এবারের বিপিএলে অংশ নেয়া প্রতিটি দলের প্রতি শুভ কামনা জানিয়েছেন। বললেন, বাংলাদেশের সব ক্রিকেটাররাই আমার প্রিয়। তাঁরা যে দলেই খেলুক না কেন। পাশাপাশি বলতে ভুললেননা যে, বিপিএলের মত আসর প্রতিবারই হওয়া উচিত। কারণ, আমাদের ক্রিকেটাররা ওয়ানডে ও টেস্টে ভাল খেললেও টি টোয়েন্টিতে এখনও অনেকে দুরবল তাই এই ফর্মেটে ভাল করতে হলে বিপিএল আয়োজনের বিকল্প নেই। এখানে টাইগাররা একদিকে যেমন দেশী ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারে তেমনি পারে আন্তর্জাতিক অঙ্গন কাঁপানো বিদেশী সব ক্রিকেটারদের সঙ্গে খেলতে যা তাঁদের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে সাহায্য করবে।

পরে, রাকিব উদাহরণ টানতে ভুললেননা যে, বাংলাদেশ জাতীয় দলে বর্তমান তারকা পেসার তাসকিন আহম্মেদ এসছেন এই বিপিএল থেকেই। তাই বিপিএল যদি সুষ্ঠ ও সফলভাবে অনুষ্ঠিত হয়. তাহলে ভবিষ্যতে এখান থকে আরও অনেক ক্রিকেটার বেরিয়ে আসবে।

বিপিএলের গেল দুই আসেরে ‍অনেক চড়াই উতরাই গেলেও এবারের আসরটি কোন রকম জটিলতা ছাড়াই সম্পন্ন হবে বলেও শুভ কামনা জানান এই বরিশাল বুলসপ্রেমী।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এইচএল 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।