ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান টি-২০ স্কোয়াডে থিসারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
লঙ্কান টি-২০ স্কোয়াডে থিসারা ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কান দলে যুক্ত হলেন অলরাউন্ডার থিসারা পেরেরা। তবে নতুন করে ডাক পেয়েছেন ফাস্ট বোলার দাশমানাথা চামিরা।

আর দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল ও অফস্পিনার সাচিত্রে সেনানায়েকে।

শ্রীলঙ্কা সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজে ২-০তে হেরেছিল। সেবার বাদ পড়া থিসারা ক্যারিবীয়দের বিপক্ষেও চলমান ওয়ানডে সিরিজে বাদ পড়েছেন।

এদিকে পাকিস্তানের বিপক্ষে চান্দিমাল ও সেনানায়েকে খেলার সুযোগ পাননি। ওয়ানডে ও টেস্টে ভালো পারফর্ম করা চান্দিমাল টি-২০তে তেমন সাফল্য পায়নি। অন্যদিকে বোলিং অ্যাকশন শুধরে এবারই প্রথম খেলতে যাচ্ছেন সেনানায়েকে।

পাল্লেকেলে ও কলম্বোয় আগামী ৯ ও ১২ নভেম্বর দুটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

লঙ্কান টি-২০ স্কোয়াড:

লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, শেহহান জয়সুরিয়া, অ্যাঞ্জেলো ম্যাথুস, মিলিন্দা সিরিওয়ারর্ধনে, চামারা কাপুগেদারা, দিনেশ চান্দিমাল, কিথুরুয়ানা ভিথানাগে, দাশমানাথা চামিরা, নুয়ান কুলাসেকারা, সচিত্রা সেনানায়েকে, জেফ্রি ভ্যানডারসে, বিনুরা ফার্নান্দো, থিসারা পেরেরা।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৫
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।