ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির ব্যাপারে ইতিবাচক বিসিবি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
মাশরাফির ব্যাপারে ইতিবাচক বিসিবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা: জিম্বাবুয়ের বিপক্ষে সেরা একাদশে মাশরাফির থাকা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিনি বিষয়টি খোলাশা করেন।



জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজকে সামনে রেখে টাইগারদের ওয়ানডে দলপতির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন সপ্তাহ মাঠের বাইরে থেকেছেন মাশরাফি।

তাই সঙ্গত কারণেই প্রধান নির্বাচকের কাছে মাশরাফির দলে থাকা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে ফারুক আহমেদ বলেন, ‘আমার মনে হয় শুধু ডেঙ্গু নয়, গেল ৩ মাসে শেষ ওয়ানডে থেকে তিনি অনুশীলনের সুযোগ পাননি। একজন ক্রিকেটার যখন খেলার বাইরে থাকে তখন তার নিজেকে ফিরে পেতে সময় লাগে। আমরা মাশরাফিকে একটা অনুশীলন ম্যাচে মাঠে নামিয়ে দেখতে চেয়েছি। যেহেতু সে পেশাদার ক্রিকেটার তাই আশা করছি সে খুব দ্রুত নিজেকে ফিরে পাবে’।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।