ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে হারলেই কী

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
প্রস্তুতি ম্যাচে হারলেই কী ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা: জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে হেরেছে স্বাগতিক বিসিবি একাদশ। স্বাগতিকদের দেয়া ২৭৮ রানের লক্ষ্য সফরকারীরা ছাড়িয়ে গেছে মাত্র ৩ উইকেটের বিনিময়ে আর হাতে ছিল আরও ২০টি বল।



তবে এই হারকে একেবারেই পাত্তা দিচ্ছেন না টাইগার ওপেনার ইমরুল কায়েস। কারণ, সতীর্থরা রান পেয়েছেন। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে হেরেছি। তাতে কোন সমস্যা নেই। বরং মুশফিক (অপ. ৮১), এনামুল বিজয় (৫২) ও তিনি নিজে (৫৬) ভালো রান করতে পেরেছেন। এটাই দলের জন্য বড় পাওয়া। এই সুবাদে ওয়ানডের প্রস্তুতিটাও ভাল হলো। ’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইমরুল আরও বলেন, ‘বিশ্বকাপের পর এই জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ওয়ানডেতে ফেরার সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে চাই। ’ যদিও বিশ্বকাপের পর তিনি আর ওয়ানডে খেলেননি। তবে, এই ক্ষেত্রে তাঁকে আত্মবিশ্বাস যোগাচ্ছে এবারের এনসিএলের পারফরম্যান্স।

এদিকে, বিগত দিনগুলোতে ওয়ানডেতে হওয়া ভুলত্রুটি নিয়ে এরই মধ্যে বেশ ভালই কাজ করেছেন ইমরুল। তাই আশা করছেন, জিম্বাবুয়ে সিরিজে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি আর হবেনা।

মাশরাফি প্রসঙ্গে ইমরুলের ভাষ্য, ‘মাত্রই ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন অধিনায়ক। তাই প্রস্তুতি ম্যাচে তাঁর জড়তা কিছুটা দেখা গেছে। তবে উনি খুব শিগগিরই ছন্দে ফিরবেন। ’

বাংলাদেশ সময় ১৮৪৮ ঘন্টা, ৫ নভেম্বর ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।