ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১১২ বছরের রেকর্ড ভাঙলেন টেইলর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
১১২ বছরের রেকর্ড ভাঙলেন টেইলর রস টেইলর / ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট ক্যারিয়ারের প্রথম ত্রি-শতকের খুব কাছাকাছি চলে যাওয়া নিউজিল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান রস টেইলর মাত্র ১০ রানের জন্য ত্রিপল সেঞ্চুরির দেখা পাননি। তবে, দেখা পেয়েছেন অনন্য সব রেকর্ডের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থের ওয়াকাতে ২৯০ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছেন টেইলর।

নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়া টেইলর ১১২ বছরের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিপক্ষে কোনো সফরকারী ক্রিকেটার হিসেবে ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রান করেছেন টেইলর।

১৯০৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে এসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৮৭ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান রেজিনাল্ড টিপ ফস্টার। এতোদিন এটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বিদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড।

ফস্টারের ১১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেওয়া টেইলর তার ২৯০ রানের ইনিংস সাজিয়েছেন ৩৭৪ বল মোকাবেলা করে ৪৩টি চারের সাহায্যে।

১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা সিডনিতে অজিদের বিপক্ষে খেলেছিলেন ২৭৭ রানের ইনিংস। একই ভেন্যুতে ১৯২৮ সালে ইংল্যান্ডের ব্যাটসম্যান ওয়ালি হ্যামন্ড খেলেছিলেন ২৫১ রানের অনবদ্য একটি ইনিংস। ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার ২০০৪ সালে অজিদের বিপক্ষে ২৪১ রান করে সিডনিতে অপরাজিত থাকেন। গ্যাবায় ২০১০ সালে ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক খেলেছিলেন অপরাজিত ২৩৫ রানের ইনিংস।

নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলকও স্পর্শ করা টেইলরের উপরে সাদা পোশাকে সর্বোচ্চ রানের দিক দিয়ে রয়েছেন স্টিভেন ফ্লেমিং, ব্রান্ডন ম্যাককালাম, মার্টিন ক্রো আর জন রাইট। ফ্লেমিং ১১১ টেস্টে করেছেন ৭১৭২ রান। ম্যাককালাম ৯৬ ম্যাচ থেকে ৬১২১, মার্টিন ক্রো ৭৭ ম্যাচে ৫৪৪৪ আর জন রাইট ৮২ ম্যাচে করেছেন ৫৩৩৪ রান। ৬৬তম ম্যাচ খেলতে নামা টেইলরের রান ৫০৮৫।

কিউইদের শীর্ষে থাকা চার ব্যাটসম্যানের ব্যাটিং গড়ের দিক থেকে অবশ্য এগিয়ে টেইলর। ১২০ ইনিংস খেলা টেইলর ৪৬.৬৫ ব্যাটিং গড় নিয়ে খেলে চলেছেন। নিউজিল্যান্ডের হয়ে খেলা যেকোনো টেস্ট ক্রিকেটারের থেকে ব্যাটিং গড় বেশি ৪৩ টেস্ট খেলা কেন উইলিয়ামসনের। ৪৮.৮২ ব্যাটিং গড় নিয়ে তিনি শীর্ষে। এরপরের নামটিই টেইলরের।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।