ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কক্সবাজার পৌঁছেছে জিম্বাবুয়ের নারী দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
কক্সবাজার পৌঁছেছে জিম্বাবুয়ের নারী দল

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কক্সবাজার পৌঁছেছে জিম্বাবুয়ের নারী দল। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সফরকারীরা কক্সবাজার পৌঁছে।

শনিবার বিকেলে অতিথি দলটির ঢাকায় আসার কথা থাকলেও ফ্লাইট জটিলতার কারণে ওইদিন ঢাকায় আসতে পারেননি তারা। পরদিন (রোববার) রাতে তারা ঢাকায় পৌঁছে।

সোমবার বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের পর আগামীকালই তারা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামবে। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ১৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

চলতি মাসের প্রথমদিকে দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফরের কথা ছিল। খেলা হওয়ার কথা ছিল কক্সাবাজারেই। নিজেদের অনুশীলনের জন্য কক্সবাজারে আগেভাগেই চলে যায় সালমা-জাহানারা-পান্না ঘোষরা। শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরটি স্থগিত হলেও কক্সবাজারেই ক্যাম্প চলে স্বাগতিক ক্রিকেটারদের।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।