ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকা ডাইনামাইটস’র অধিনায়ক সাঙ্গাকারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ঢাকা ডাইনামাইটস’র অধিনায়ক সাঙ্গাকারা

ঢাকা:  আইকন ক্রিকেটার নাসির হোসেন নয়, বিপিএলে ঢাকা ডাইনামাইটস’র অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রীলংকান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
অন্যান্য দলগুলোতে আইকন ক্রিকেটাররা অধিনায়কত্ব করলেও সাবেক লংকান অধিনায়ক সাঙ্গাকারাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


 
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গুলশানের একটি হোটেলে দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ ঘোষণা দেন ঢাকা ডাইনামাইটস’র প্রধান নির্বাহী ওবায়েদ আর নিজাম। অনুষ্ঠানে দলটির আইকন ক্রিকেটার নাসির হোসেন, মুস্তাফিজদের সঙ্গে বিদেশি ক্রিকেটার রায়ান টেন ডোয়েচকেট ও কোচ মিকি আর্থার যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। আরও উপস্থিত ছিলেন ঢাকা ডাইনামাইটসের চেয়ারম্যান শায়ান এফ রহমান, উপদেষ্টা রাফি আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 
ঢাকা ডাইনামাইটসের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, ‘তৃতীয়বারের মতো বিপিএল মাঠে গড়াতে যাচ্ছে। এটি একটি বড় অর্জন। এবারের আসরের সঙ্গে থাকতে পেরে বেক্সিমকো পরিবার অত্যন্ত আনন্দিত। বেক্সিমকো সবসময়ই নিজের সাধ্যমতো দেশের ক্রীড়াঙ্গনের উন্নতিতে ভূমিকা রেখে চলেছে। ’
 
দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে ঢাকা ডাইনামাইটস। দলটিতে রয়েছে বাংলাদেশের সেরা ফিনিশারদের একজন অলরাউন্ডার নাসির হোসেন, সদ্য অবসরে যাওয়া কিংবদন্তি ব্যাটসম্যান  কুমার সাঙ্গাকারা, নেদারল্যান্ডসের রায়ান টেন ডোয়েচকেট, পেস বোলিংয়ের বিস্ময় মুস্তাফিজুর রহমান, প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক  মোসাদ্দেক হোসেন।

এছাড়াও রয়েছেন ফরহাদ রেজা, মোশাররফ হোসেন রুবেল, শামসুর রহমান, মোহাম্মদ সৈকত আলী, নাবিল সামাদ, মোহাম্মদ আবুল হাসান রাজু, ইরফান শুক্কুর, পাকিস্তানের সোহেল খান ও শাহজাইব হাসান, ইংল্যান্ডের ডেভিড মালান।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।