ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভাড়া করা দর্শকেও অপূর্ণ গ্যালারি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ভাড়া করা দর্শকেও অপূর্ণ গ্যালারি! ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে: সাকিব-তামিমের লড়াই দিয়ে শুরু হয়েছে বিপিএলের মাঠের লড়াই। মিরপুরে তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচ হলেও বিপিএলকে ঘিরে দর্শকের আগ্রহ তেমনটা নেই।



ম্যাচ শুরুর পর স্টেডিয়ামে দর্শকসংখ্যা কিছুটা বাড়লেও সাধারণ দর্শকের উপস্থিতি তেমন চোখে পড়ছে না। স্টেডিয়ামের দুই-তৃতীয়াংশ দর্শকই তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংসের। তবে সাধারণ দর্শক নন এরা; চিটাগং ভাইকিংসের মালিকপক্ষ ডিবিএল গ্রুপ থেকে থেকে পাওয়া ফ্রি টিকিট ও জার্সি পেয়ে খেলা দেখতে মাঠে এসেছেন তারা। ফাঁকে ফাঁকে জার্সি গায়ে সামান্য কিছু দর্শক রয়েছে সাকিবের দল রংপুরের রাইডার্সের।
 
পূর্ব গ্যালারি, উত্তর গ্যালারি এমনকি গ্র্যান্ডস্ট্যান্ডের প্রায় পুরো অংশ ডিবিএল গ্রুপের শুভানুধ্যায়ীদের দখলে। কেউ তাদের প্রতিষ্ঠানের কর্মী আর বাকিরা এলাকার লোকজন।

স্টেডিয়ামের উত্তর গ্যালারিতেই আসন নিয়েছেন চিটাগং ভাইকিংসের শ’পাঁচেক সমর্থক। সবাই এসেছেন গাজীপুরের কাশিমপুর থেকে। মালিকপক্ষের কাছ থেকে টিকিটি ও জার্সি পেয়ে উচ্ছ্বসিত মো: আজগর আলী জানালেন, আমাদের এলাকার একটা প্রতিষ্ঠানের দল খেলছে। মালিকপক্ষ খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। প্রতি ম্যাচেই ফ্রি টিকিট দেওয়া হবে আমাদের।  

মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে চিটাগং সমর্থকের ব্যনারও ঝুলছে গ্যালারিতে। বিপিএল এবার দর্শক মাতাবে-এমনটা ভাবা হলেও বাস্তবে তার চিত্র দেখা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।