ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হারের পরও ইতিবাচক মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
হারের পরও ইতিবাচক মাশরাফি ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে: ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে  মাত্র ১১০ রানের পুঁজি গড়েও শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফির করা দলীয় ১৯তম ওভারের দ্বিতীয় বলে জয়সূচক রান আসে ঢাকার।

অল্প পুঁজিতে কুমিল্লার বোলারদের লড়াইয়ের মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচ শেষে মাশরাফি বললেন, ‘ম্যাচ হারলেও ইতিবাচক দিক ছিল আমরা রানরেটটা অতটা বাড়তে দেইনি। শেষ ওভার পর্যন্ত লড়াই করেছি। এটা দেখতে খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় অর্জন হলো ১১০ করেও মানসিকভাবে দমে যাইনি। মাঠে লড়াই করেছি। রনি, নারাইন, লিমনরা জায়গায় বল করেছে। '

প্রথম ম্যাচে জয় প্রত্যাশা থাকলেও মাশরাফি মনে করেন লড়াই করার মতো সংগ্রহ দাঁড় না করানোই হারের কারণ, ‘প্রথম ৬ ওভারের ভেতর  চার উইকেট হারিয়ে ফেলি। আমরা আসলে ওখানেই ব্যাকফুটে চলে যাই। এ ধরনের টুর্নামেন্টগুলোয় মোমেন্টামটা খুব জরুরী। প্রত্যেকটা দলই চায় জয় দিয়ে শুরু করতে। দুঃখজনক, আমরা পারিনি। সত্যি কথা বলতে আমরা খুব বাজে ক্রিকেট খেলিছি। আশা করি সবাই এটা নিয়ে চিন্তা করবে। ’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বলে তার উপর সবার প্রত্যাশাটা বেশি-এটা ভালো করেই জানা ম্যাশের। এ জন্য টিমমেটরদের সাথে ভালো সখ্যতাও প্রয়োজন বলে মনে করেন মাশরাফি, ‘এমন অনেক ক্রিকেটার আছেন যারা অনেকেই নতুন। তারা আমার সাথে খেলেনি। বিদেশি ক্রিকেটাররাও আছেন। তো সবাইকে কম সময়ের জন্য পাওয়া যায়। এখানে কাজটা একটু কঠিনই হয়ে যায়। তারপরও আমাকে চেষ্টা করতে হবে। আশা করি, পরের ম্যাচেই কামব্যাক করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।