মিরপুর থেকে: বিপিএলের এবারের আসর দর্শক তেমন টানতে পারেনি। তবে শুক্রবার (২৭ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শকে প্রায় পূর্ণ হয়ে উঠে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি।
রাতে রয়েছে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সুপারস্টারসের ম্যাচ। সন্ধ্যা পৌঁনে সাতটায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ শুরুর আগে গ্যালারির পুরো অংশই দর্শকে পূর্ণ হয়ে উঠতে পারে। মাঠের বাইরে রয়েছে আরও বেশ কিছু সংখ্যক দর্শক। এক টিকিটে দুটি ম্যাচ উপভোগ করতে পারছেন তারা। কিন্ত ম্যাচগুলোতে রান না ওঠায় হতাশা আছে তাদের মনে। লো-স্কোরের কারণে টি-টোয়েন্টির ধুম-ধারাক্কা ক্রিকেট থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনের চেয়েও আজ স্টেডিয়ামে দর্শক উপস্থিতি বেশি। সেটির অবশ্য কারণও আছে। বিপিএলে ঢাকা পর্বের প্রথমধাপ শেষ হচ্ছে আজই। দুইদিন বিরতির পর ৩০ নভেম্বর থেকে ০৩ ডিসেম্বর এই চারদিনে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরও আটটি ম্যাচ। এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বাকি ১৬টি ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৫
এসকে/এমআর