ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব না থাকা প্রতিপক্ষের জন্য স্বস্তিদায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
সাকিব না থাকা প্রতিপক্ষের জন্য স্বস্তিদায়ক ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আম্পায়ারের সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ে শুক্রবার (২৭ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাকিবের অনুপস্থিতিতে এ ম্যাচে অধিনায়কত্ব করেন মিসবাহ-উল-হক।



সাকিববিহীন রংপুরকে বড্ড অগোছালোই মনে হয় মাঠে। মাত্র ৮২ রানে অলআউট হয় দলটি। ফলে ফর্মে থাকা এ দলটিকে  কুমিল্লার কাছে হারতে হয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

সাকিবের অনুপস্থিতি ম্যাচকে সহজ করে দিয়েছে কিনা-এমন প্রশ্নের উত্তরে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, সাকিব যে কোনো টিমে না থাকা মানে ওই টিমের জন্য একটা প্রেসার। আর প্রতিপক্ষের জন্য ততটাই স্বস্তিদায়ক। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই সেরা সাকিব। তবে আমরা যেভাবে খেলেছি, বোলিং করেছি  তাতে আমাদের জয়টাই কাম্য ছিল।

ম্যাচ শেষে রংপুরের কোচ শেন জার্গেনসনও সাকিব না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেন, সাকিব ব্যাট হাতেও যেমন, বল হাতেও তেমন। এমন একজন অলরাউন্ডার না থাকায় দল ভুগেছে। আমাদের ব্যাটিং একেবারেই ভালো হয়নি।

সাকিবের এক ম্যাচ সাসপেনশন নিয়ে মাশরাফি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক সাকিবের জন্য ও তার দলের জন্য। নিজেকে ধরে রাখতে পারেনি। মানুষ ভুল থেকেই শেখে। আশা করছি সাকিব রিকভার করবে।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট সুপারস্টারসের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে থিসারা পেরেরার শেষ বলটি সিলেটের দলপতি মুশফিকের ব্যাটের পাশ দিয়ে গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে থাকা মোহাম্মদ মিথুনের গ্লাভসে। সে সময় লং-অনে ফিল্ডিং করতে থাকা সাকিব আউট ভেবে দৌড়ে উইকেটের কাছে চলে আসেন। কিন্তু মাঠের দায়িত্বে থাকা আম্পায়ার তানভীর আহমেদ সে আউটের আবেদন নাকচ করে দিলে সাকিব তা মেনে নিতে পারেননি। মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান সাকিব।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।