মিরপুর থেকে: ব্র্যাড হজকে পেছনে ফেলে বিপিএলে সর্বোচ্চ রানের মালিক হলেন সিলেট সুপারস্টারসের অধিনায়ক মুশফিকুর রহিম। তিন আসর মিলে ৭৭২ রান করে বিপিএলের সর্বোচ্চ স্কোরার এখন মুশফিক।
শুক্রবার (২৭ নভেম্বর) মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ব্যাট হাতে নামার আগে হজের চেয়ে ৭ রান পেছনে ছিলেন মুশফিক। ব্র্যাড হজের রেকর্ড টপকে এদিন ব্যক্তিগত ২৩ রান করে আবুল হাসানের বলে এলবিডব্লুউ হন মুশফিক।
বিপিএলের প্রথম দুটি আসরে বরিশাল বার্নাসের হয়ে খেলেন অজি ক্রিকেটার ব্র্যাড হজ। ২৩ ম্যাচে ৪২ গড়ে ৭৫৬ রান করেন এ ডানহাতি ব্যাটসম্যান। বিপিএলে নিজের ২৮তম ম্যাচে হজকে টপকান মুশফিক। বিপিএলের তৃতীয় আসরে মুশফিকের দল সিলেট সুপারস্টারসের হয়ে খেলার কথা ব্র্যাড হজের।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসকে