ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ বাছাইপর্ব

আরও একটি উড়ন্ত জয় নারী দলের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরও একটি উড়ন্ত জয় নারী দলের

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে শুভসূচনার পর আজ (রোববার ২৯ নভেম্বর) স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে জাহানারা আলমের দল।


 
ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি  মাঠে ৫৪ রানের সহজ লক্ষ্য ১২.৪ ওভারে দুই উইকেট হারিয়ে অতিক্রম করে টাইগ্রেসরা। আয়শা রহমান ২৪ ও শারমিন আক্তার করেন ২৬ রান। দলীয় ৫৩ রানে আউট হন এ দুই ব্যাটসম্যান।
 
এর‍আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টি-টোয়েন্টির নতুন অধিনায়ক জাহানারা আলম। বাংলাদেশের স্পিনারদের দাপটে বেসামাল হয়ে পড়ে স্কটিস ব্যাটসম্যানরা। ১৯.১ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন ক্যাথরিন ব্রাইস। এছাড়া অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। সমান ৮ রান করেছেন স্কটল্যান্ডের চার ব্যাটসম্যান।

বাংলাদেশের দুই লেগস্পি‍নার রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা মিলে আউট করেন প্রতিপক্ষের পাঁচ ব্যাটসম্যানকে। রুমানা তিনটি ও খাদিজাতুল নেন দুটি উইকেট। এছাড়া পেসার জাহানারা আলম ও পান্না ঘোষ নেন একটি করে উইকেট। রান আউটের ফাঁদে পরেন স্কটল্যান্ডের  দুই ব্যাটসম্যান।

দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামি মঙ্গলবার (০১ ডিসেম্বর) একই ভেন্যুতে পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এ ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।